পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ভারতে করোনা পরিস্থিতি মারাত্মক আকার নিয়েছে। এমত অবস্থায় ভ্যাক্সিনের অভাব, অক্সিজেনের কমতি এবং অন্যান্য অনেক কিছু সমস্যা যা ভারতের করোনা মোকাবিলায় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। এমত অবস্থায় চীন ভারতকে কোভিড উদ্যোগে সামিল হওয়ার জন্য আহ্বান জানালে, সাফ মানা করে দেয় ভারত।
করোনা ভাইরাস অতিমারি শুরুর সময় থেকে সারা বিশ্বের মানুষের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত। করোনা ভাইরাসের প্রথম ঢেউ এর পর ভারত খুব শক্ত হাতে করোনা মোকাবিলা করেছিল ভারত এবং সারা বিশ্বে ওষুধ, টীকা এবং প্রয়োজনীয় জিনিস সরবরাহ করেছিল।
কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর ধাক্কায় একেবারে নাজেহাল অবস্থা সাধারণ মানুষ থেকে সরকারের। এমত অবস্থায় ভারতের পাশে থাকার বার্তা দেন সারা বিশ্বের সমস্ত দেশের জনগণ এবং রাজনৈতিক নেতারা। এরই মধ্যে করোনা অতিমারিকে সামনে রেখেই নতুন করে রাজনীতি শুরু করে চীন।
প্রথম থেকেই বাংলাদেশ সহ অনেক দেশকে একক ভাবে ভ্যাক্সিন এবং অন্যান্য অনেক প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছে ভারত। কিন্তু করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এ এই ভ্যাক্সিন সরবরাহে খানিকটা বাঁধা আসলে সেই সুযোগ টাকে কাজে লাগিয়ে অন্যান্য সমস্ত দেশের বাজার কব্জা করার চেষ্টা করে চীন।
এমত অবস্থায় চীন হঠাৎ করে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সহ এশিয়ার একাধিক দেশকে ভার্চুয়াল বৈঠকে সামিল হতে বলে। সেখানে আমন্ত্রণ জানানো হয় ভারতকেও। কিন্তু সেই আহ্বান প্রত্যাখ্যান করে দেয় ভারত। এমত অবস্থায় চীন করোনা ভ্যাক্সিন নিয়ে যে কূটনৈতিক চাল দেখাচ্ছে তা যে কোনও ভাবেই ভারত বরদাস্ত করবেনা তা বলাই বাহুল্য।