Mann Ki Baat, narendra modi
‘গোটা বিশ্বকে নিজের যোগ্যতা দেখিয়ে দিয়েছে ভারত’, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ কিছুদিন আগেই সম্পন্ন হয়ছে পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে চার রাজ্যে বিপুল সাফল্য পেয়েছে বিজেপি সরকার। এই চার রাজ্যের জয়কে বিজেপির গত পাঁচ বছরের ভালো পারফরম্যান্স বলে মানছেন বিজেপির নেতারা। যার ফলে নিজের সরকারের তারিফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ।

সদ্য কেন্দ্র পরিসংখ্যান রিপোর্টে জানানো হয়েছে, গত অর্থবছরে ভারত ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যায়ন এর পণ্য বিদেশে রপ্তানি করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই পরিসংখ্যানকে হাতিয়ার করে দাবি জানিয়েছেন, ‘আজ গোটা বিশ্বে ভারতের পণ্যের চাহিদা বাড়ছে। ভারত আজ গোটা বিশ্বের কাছে নিজের সামর্থ্য এবং নিজের যোগ্যতা প্রমাণ করে দিয়েছে।’

এদিন মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ভারত ৪০০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রায় পৌঁছে গিয়েছে। এটা আমাদের সামর্থ্য এবং সম্ভাবনার প্রমাণ। এই সাফল্য শুধু অর্থনৈতিক নয়। এর অর্থ হল, বিশ্বজুড়ে বাড়ছে ভারতীয় পণ্যের চাহিদা। আজ দেশের বিভিন্ন প্রান্তের পণ্যের বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছে। একটা সময় ভারতের পণ্য রপ্তানির পরিমাণ ছিল বছরে ১০০ বিলিয়ন থেকে ১৫০ বিলিয়ন। কিন্তু আজ সেটা ৪০০ বিলিয়নে পৌঁছে গিয়েছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি জানিয়েছেন, আমাদের দেশে শিল্পপতি এবং আনান্ন্য পণ্য উৎপাদকদের দিক থেকে ‘মেক ইন ইন্ডিয়া’ পণ্যের সংখ্যা ও চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে ‘মেক ইন ইন্ডিয়া’ পণ্য সারাবিশ্বে এক বড় সাফল্যের সোপান হতে পারে বলে মনে করছেন মোদীজী।

এদিন তিনি ‘মন কি বাত’ অনুষ্ঠানে আরও বলেন, “সব ভারতীয় যখন স্থানীয় পণ্যের প্রচার করবেন অর্থাৎ সবাই যখন একসঙ্গে লোকালের জন্য ভোকাল হোন, তখন লোকাল পণ্যের গ্লোবাল পণ্যে পরিণত হতে সময় লাগে না। ভারত এক হলেই শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন সফল হবে।” দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথামতো, আগামী কয়েক বছরের মধ্যে গোটা বিশ্বে ভারতীয় পণ্যের চাহিদা আরও বাড়বে।