রাশিয়ান তেল, রাশিয়া তেল, Russian oil
সস্তায় রাশিয়া থেকে তেল কিনতে চলেছে ভারত, চাপ আসতে পারে আমেরিকার তরফ থেকে | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আন্তর্জাতিক বাজারে তেলের দাম দিন দিন বেড়েই চলেছে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মাত্রা অতিরিক্ত ভাবে আকাশ ছুঁয়েছে অপরিশোধিত তেলের দাম। আর এর মধ্যেই আমেরিকার রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক তেলের বাজার একেবারেই খেই হারিয়েছে।

একেই ভারতে পেট্রোল-ডিজেলের দাম মধ্যবিত্তের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আর অন্য দিকে রাশিয়ান তেলের উপর নিষেধাজ্ঞা যেন গোদের ওপর বিষফোঁড়া। বর্তমান পরিস্থিতিতে অপরিশোধিত তেলের ব্যারেল এর দাম ২৫০ ডলারের ওপরে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আর তাই যদি হয়, তাহলে ভারতে পেট্রোলের দাম ১২০ থেকে ১৩০ টাকা/প্রতি লিটার হয়ে যেতে পারে।

তবে এই অবস্থায় ভারতের কূটনৈতিক বন্ধু রাশিয়া সস্তায় ভারতকে তেল বিক্রি করতে প্রস্তাব দিয়েছে। আর সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, ভারত এই প্রস্তাবে ৫০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল কিনতে চলেছে রাশিয়ার কাছ থেকে।

এই খবর সামনে আসতে না আসতেই পশ্চিমী মিডিয়া ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। ভারত এই সময়ে রাশিয়ার কাছ থেকে কোনরকম বাণিজ্য না করে এমনটাই আশা করছে আমেরিকা। তবে রাশিয়া থেকে তেল কিনলে ভারতের উপর বিভিন্ন রকম নিষেধাজ্ঞা জারি করবে আমেরিকা এমনটাও জানিয়েছেন অনেক বিশিষ্ট সাংবাদিকরা। সোশ্যাল মিডিয়া জুড়ে একপ্রকার চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে ভারতীয় সরকারের ওপর।

তবে রাশিয়া থেকে তেল না কিনলে ভারতীয় বাজারে তেলের দাম আরো বৃদ্ধি পাবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এমন অবস্থায় আমেরিকান নিষেধাজ্ঞাকে ভয় না করে যদি ভারত রাশিয়া থেকে তেল কেনে তাহলে সত্যিই কি নিষেধাজ্ঞা জারি করবে আমেরিকা ? আসুন কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক –

আমেরিকা রাশিয়ান তেলের উপর নিষেধাজ্ঞা জারি করলেও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আমেরিকার এই নিষেধাজ্ঞাকে স্বীকার করেনি। কারণ ইউরোপের বেশিরভাগ দেশ রাশিয়ার তেল এবং প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। এদের মধ্যে ইংল্যান্ড, ফ্রান্স, পোল্যান্ড, স্পেন অন্যতম। এমনকি ন্যাটোর বেশিরভাগই দেশ রাশিয়ান তেলের উপর নিষেধাজ্ঞা কে এখনো মেনে নেয়নি।

এছাড়া রাশিয়া-ইউক্রেন চলাকালে কয়েকদিন আগে পর্যন্ত রাশিয়া থেকে তেল কিনেছে আমেরিকা। তাহলে ভারতে নিজস্ব লাভে কেন রাশিয়া থেকে তেল কিনবে না ? এর উত্তর কি দিতে পারবে আমেরিকা !