হেরোইন, মাদক দ্রব্য,
আফগানিস্থান থেকে আসা ৩০০০ কেজি হেরোইন জব্দ করল ভারত, মূল্য প্রায় ২১,০০০ কোটি টাকা | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- গুজরাটের মুন্দ্রা পোর্ট থেকে দুটি কন্টেনারে প্রায় তিন হাজার কেজি হেরোইন জব্দ করলো ডিরেক্টরেট অফ রেভিনিউ এন্ড ইন্টেলিজেন্স (DRI)। এই গোয়েন্দা সংস্থার তরফ থেকে জানা যাচ্ছে যে আন্তর্জাতিক বাজারে এই হেরোইনের দাম ২১ হাজার কোটি টাকার কাছাকাছি।

গত ১৩ ই সেপ্টেম্বর আফগানিস্তান থেকে এই কন্টেনার দুটি ইরানের বন্দর আব্বাস পোর্টের মাধ্যমে গুজরাটে রওনা হয়েছিল। এখন আফগানিস্তান তালিবানি শাসন এর অধীনে রয়েছে। যার জন্য এই ঘটনা পর আরো বড় চিন্তার কারন হতে পারে ভারতের জন্য। ওই কন্টেনার দুটি অন্ধ্রপ্রদেশের একটি ফার্ম এর জন্য আফগান ট্যাল্ক নিয়ে আসছিল এবং তার মধ্যেই লুকিয়ে রাখা হয়েছিল এই মাদক দ্রব্যাদি।

এই ঘটনা সামনে আসার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। ইতিমধ্যেই চেন্নাইয়ের এক দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোয়েন্দা সংস্থা। এছাড়া দিল্লি এবং এনসিআর এর আশেপাশে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলি।

ইতিমধ্যেই মাদকদ্রব্যের নমুনা গুলি গুজরাটের গান্ধীনগর সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি বিশেষজ্ঞরা পরীক্ষা করে জানিয়েছেন এটি খুব উচ্চ মানের হেরোইন যা সম্ভবত আফগানিস্থানে উৎপত্তি হয়েছে। তারা আরও জানিয়েছেন যে এই উচ্চমানের হেরোইনের বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজিতে দাম ৭ কোটি টাকা করে।

এছাড়া গোয়েন্দা সংস্থাগুলোর তরফ থেকে মনে করা হচ্ছে যে আফগানিস্তানে তালিবানি শাসন লাগু হওয়ার পর থেকে সন্ত্রাসবাদি কার্যকলাপ এর জন্য অর্থের যোগান দিতে ভারতে এত দ্রুত এই উচ্চমানের হেরোইন সাপ্লাই করার চেষ্টা করেছে তালিবান।

এত বড় মাদকদ্রব্যের একসাথে আটক হওয়ার ঘটনা ভারতের ইতিহাসে এই প্রথম। তবে কেন্দ্রীয় সংস্থাগুলিকে আরো বেশি সচেতন থাকতে হবে। যাতে কোনোভাবেই ভারতীয় যুব সমাজের মধ্যে এই মাদকদ্রব্য ছড়িয়ে না পড়ে।