pakisthan news, internatinal news, india, narendra modi, বানভাসি পাকিস্তানে সবজি ও খাদ্য দ্রব্য পাঠাবে ভারত, pakisthan
বানভাসি পাকিস্তানে সবজি ও খাদ্য দ্রব্য পাঠাবে ভারত, সমবেদনা জানালেন মোদী

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত পাকিস্তান, আর এই বিপর্যয়ের সময় প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে দিল্লি সরকার। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের এই দুরবস্থা দেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের খুবই দ্রুত স্বাভাবিক এবং সচ্ছল হয়ে ওঠার কামনা করেছেন। এর পাশাপাশি তিনি পাকিস্তানের দ্রুত স্বাভাবিক হয়ে ওঠার কথা এবং এই বিপর্যয়ে তাদের পাশে থেকে সাহায্য করার কথা জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সোমবার সন্ধ্যা বেলা টুইট করে জানিয়েছেন, “পাকিস্তানে বন্যার ভয়াবহতা দেখে আমি অত্যন্ত দুঃখিত। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই সমস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আশা করি, খুব তাড়াতাড়ি এই বিপর্যয় কেটে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”

জানিয়ে রাখি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অর্থাৎ ২০১৪ সালের পর থেকে পাকিস্তানের কোন সমস্যা বা প্রাকৃতিক বিপর্যয়ে প্রতিবেশি দেশ ভারতের থেকে এই প্রথম কোন প্রাকৃতিক বিপর্যয়ে সাহায্য পেতে চলেছে পাকিস্তান। তবে ২০১৪ সালের আগে তৎকালীন ইউপিএ সরকার সাহায্য করেছিল পাকিস্তানকে প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে।

প্রতিবেশী দেশ পাকিস্তানে প্রবল বন্যার কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে জিনিসটি সেটি হল খাদ্য ভান্ডার। আর সেই কারনেই ভারত থেকে খাদ্যদ্রব্যের আমদানি করতে পারে পাকিস্তান। পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল জানিয়েছেন ভারত থেকে সবজি ও অন্যান্য খাদ্যদ্রব্য আমদানি করতে পারে পাকিস্তান।

সূত্রের খবর, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের প্রায় তিন কোটিরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন এক হাজার একশো। এই বিপদের সময় আন্তর্জাতিক মহলের কাছে পাকিস্তান সাহায্যের আবেদন জানিয়েছে। আবেদন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।