পশ্চিমবঙ্গ ডেস্কঃ উপনির্বাচনের দিনক্ষণ ঠিক হতেই রাজ্য কাঁপাচ্ছেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মদন মিত্র। বাংলার রাজনীতিবিদ লাভলী কে নিয়েই টলিউডে হতে চলেছে জোড়া বায়োপিক। তৃণমূলের বর্ষীয়ান নেতা হলেও তিনি বর্তমানে রাজ্যের সুপারস্টার হয়ে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে তিনি একটি র্যাপ সং গেয়ে ফেলেছেন।
একুশের বিধানসভা নির্বাচনের আগেই “ও লাভলী” গান গেয়ে বাংলার মানুষের মন জয় করেছিলেন মদন মিত্র। চলতি মাসের শেষ সপ্তাহে ভবানীপুরে হতে চলেছে উপনির্বাচন। আর সেই খাস তমলুকের ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই একটি বেসরকারি অডিও রেকর্ডার সংস্থার উদ্যোগে মদন মিত্র গেয়ে ফেললেন আস্ত একটি গান।
এই গানটি শুধুমাত্র উপনির্বাচনকে কেন্দ্র করেই নয় এই গানের মাধ্যমে ২০২৪-এর লোকসভা নির্বাচনকেও লক্ষ্যে রেখে গান গেয়েছেন মদন মিত্র। লাভলী থেকে তিনি এখন বর্তমানে ‘গালি বয়’ হয়েছেন। ‘গালি বয়’ এর গলায় শোনা গেল, ‘ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া’ অর্থ তিনি গানের মাধ্যমে বোঝাতে চেয়েছেন ভারত তার মেয়েকে চায়। এছাড়া ওই গানে আরও শোনা গিয়েছে, ‘ভবানীপুর টু কামারহাটি, দিদির হাত ধরে সামনে হাঁটি’। তবে এবার মনে করা যাচ্ছে, পূজা আবহের মধ্য দিয়ে তৃণমূলের বিধায়ক মদন মিত্রের হিপ হপ স্টাইলে গাওয়া গান ব্যাপক প্রভাব ফেলতে পারে।
আসন্ন উপনির্বাচনের কথা ভেবেই এই গানটি তৈরি করা হয়েছে। তবে এই গানটির গীতিকার ও সুরকার হলেন প্রীতম দে। তবে এই গানের মাধ্যমে বিজেপিকে নিশানায় নিতে ভোলেন নি মদন মিত্র। জানিয়ে রাখি, ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মহিলাদের স্মরণ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা সংগ্রামী বীরঙ্গনা মাতাঙ্গিনি হাজরাকে ভুল করে আসামের বীরঙ্গনা বলে ফেলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই কারণে রাজনৈতিক মহলে শুরু হয় বিতর্ক। এবার সেই স্মৃতি উস্কে দিয়ে গানের মাধ্যমে মদন মিত্র বলেছেন, ‘চিনি বা না চিনি, শি ইজ মাতঙ্গিনী।’
জনপ্রিয় তৃণমূল নেতা লাভলী মদন মিত্রকে নিয়ে আসছে দুটি বায়োপিক। কিছুদিন আগেই মদন মিত্র কে নিয়ে বায়োপিক তৈরি করার জন্য কথাবার্তা বলেছেন পরিচালক রাজা চন্দ্র। মদন মিত্রের ভূমিকায় দেখা যেতে পারে শাশ্বত চট্টোপাধ্যায়কে। পাশাপাশি মদন মিত্রের আরও একটি বায়োপিক তৈরি করার জন্য পরিচালক রাজর্ষি দে কথা বলেছেন।