স্টাফ রিপোর্টারঃ- বহু প্রতিক্ষার পর সপরিবারে ইংল্যান্ডে যাওয়ার অনুমতি পেলেন ভারতীয় ক্রিকেটাররা। তাই আগামী বৃহস্পতিবার বিরাট কোহলি ভারতীও দলকে নিয়ে সপরিবারে পাড়ি দিচ্ছেন ইংল্যান্ডে।
এই মুহূর্তে ইংল্যান্ড দেশের নিয়ম অনুযায়ী শুধুমাত্র বিদেশি ক্রিকেটাররাই সেই দেশে প্রবেশ করতে পারেন। কিন্তু করোনার দাপটে ক্রিকেটারদের পরিবার এর প্রবেশ আপাতত নিষিদ্ধ করা আছে। অথচ দীর্ঘ ৪ মাসের জন্য বিরাট কোহলি ভারতীও দলকে নিয়ে ইংল্যান্ডে থাকবেন, তাই তাদের সপরিবারে পাঠানোর কথা ভাবছিল বোর্ড। এই নিয়ে বোর্ডে মিটিং চলার কয়েক সপ্তাহ অপেক্ষার পর মিলল অনুমতি।
মিটিংয়ে এটাও ঘোষণা করা হল যে, শুধুমাত্র পুরুষ ক্রিকেটাররাই এই সুযোগ পাবেন তা নয়, তাদের পাশাপাশি মহিলা ক্রিকেটাররাও নিজেদের পরিবারকে পাশে রাখতে পারবেন। তবে ক্রিকেটারের পরিবারের যেসব সদস্যরা ইংল্যান্ডে যাবেন তাদেরকেও থাকতে হবে কঠোর কোয়ারেন্টাইনে, মানতে হবে করোনার বিধি নিষেধ।
বিসিসিআই বোর্ড সমস্ত ক্রিকেটারদের সুস্থ থাকার দায়িত্ব নিয়েছে এবং তাদের সঙ্গে যারা যাচ্ছেন তাদেরও করোনা টেস্ট করা হবে। জানা যাচ্ছে যে, বৃহস্পতিবার বিরাট তার পরিবারকে নিয়ে ইংল্যান্ডে পৌঁছাবেন। তারপর ভারতীয় ক্রিকেটাররা তাদের পরিবারকে সঙ্গে নিয়ে চলে যাবেন সাউদাম্পটনে। সেখানে তাদের সবাইকে কোয়ারেন্টাইন-এ থাকতে হবে টানা ১০ দিন।
আরও জানা যাচ্ছে যে, মহিলা দলও পুরুষ দলের সঙ্গেই লন্ডনে পৌঁছাবে ৩ রা জুন। মহিলা দল ও তাদের পরিবারকে লন্ডন থেকে ব্রিস্টলে পৌঁছে কোয়ারেন্টাইনে থাকতে হবে। হরমনপ্রীত এর নেতৃতে ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ১৬ ই জুন থেকে টেস্ট খেলবে ভারতীয় মহিলা দল। বিরাট কোহলির ভারত আগামী ১৮ ই জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল খেলবেন। এরপর ভারতীয় পুরুষ দল আরো পাঁচটা টেস্ট খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।