Hardik Pandya, Nataša Stanković, indian cricket team, হার্দিক পান্ডে, নাতাসা স্ট্যানকোভিক, ভারতীয় ক্রিকেট দল
কোলে ছেলে নিয়ে বিয়ের সাজে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডে এবং নাতাসা স্ট্যানকোভিক

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের রেশ কাটতে না কাটতেই নেটদুনিয়া মজেছে হার্দিক পান্ডের দ্বিতীয় বিয়েতে। না এই বিয়ে অন্য কোন নারীর সঙ্গে নয়। কোলে ছেলে নিয়ে তার নিজের স্ত্রীর সাথেই ভালোবাসা দিবস ১৪ই ফেব্রুয়ারী ২০২৩-এ আনুষ্ঠানিকভাবে বিয়ে সারলেন ভারতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডে এবং নাতাসা স্ট্যানকোভিক।

২০২০ সালে যখন সারা পৃথিবী করোনার দাপটে ঘরবন্দী, সেই সময় আইনিমতে বিবাহ সারেন। তার স্ত্রী একজন বলিউড অভিনেত্রী নাম, নাতাসা স্ট্যানকোভিক। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ছাড়াই কোনরকম আড়ম্বর না করেই শুধুমাত্র কাগজে-কলমে আইনিমতে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাতাসা ও হার্দিক। তাই এই বছর সকল নিকট বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদেরকে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন তারা।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হার্দিক ও নাতাশার বিয়ের ছবি। সেই ছবি দেখেই বোঝা যাচ্ছে যে, তারা একে অপরের সাথে রং মিলিয়েই পোশাক তৈরি করেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে নাতাশা একটি অসাধারণ দুধ সাদা পা অবধি কাজ করা গাউন পড়েছেন এবং হার্দিক পড়েছেন সাদা রঙের একটি শার্ট, সাথে কালো রঙের একটি কোট। সাথে দেখা গিয়েছে ছেলে ছোট্ট অগস্ত্য-কে।

মেহেন্দি এবং সংগীত থেকে শুরু করে প্রতিটি বিবাহ অনুষ্ঠানই খুব জাঁকজমকভাবে হয়। তার ছবি সোশ্যাল মিডিয়াতে আমরা সকলেই দেখতে পেয়েছি। রাজস্থানের উদয়পুরে চোখ ধাঁধানো বিয়ের আসর সাজানো হয়। আসলে ২০২০ সালের পর থেকে তারা দুজনেই তাদের ক্যারিয়ারে যথেষ্ট ব্যস্ত হয়ে পড়েন। নাতাশা বেশ খ্যাতনামা একজন বলিউড অভিনেত্রী। অপরদিকে হার্দিক পান্ডে এক কথায় বলতে গেলে ক্রিকেটে অলরাউন্ডার।

তাই এতদিন অবধি কেউই তাদের জন্য সময় বের করে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করতে পারছিলেন না। অবশেষে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি জাঁকজমক করে আবারো বিয়েটা সেরে ফেললেন নাতাসা ও হার্দিক।