সৌম্যা সন্তোষ, হামাস রকেট হামলা, হামাসার রকেট হামলায় প্রাণ হারালো ভারতীয় নার্স,
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ইজরায়েলের সঙ্গে হামাস এর লড়াই ক্রমাগত বড়সড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। প্যালেস্তিনি জঙ্গি সংগঠন হামাস-এর রকেট হামলায় এবার প্রাণ হারালো এক ভারতীয় নার্স।

৩০ বছর বয়সী ওই ভারতীয় নার্সের নাম সৌম্যা সন্তোষ। সৌম্যা সন্তোষ ছিলেন কেরালার ইডুক্কি জেলার বাসিন্দা। তিনি ইজরায়েলের দক্ষিণ উপকূলীয় এলাকায় ৮০ বছর বয়সি এক বৃদ্ধার বাড়িতে নার্স হিসেবে কাজ করতেন। গত সাত বছর ধরে সৌম্যা ইজরাইলের এশকেলানে ওই বৃদ্ধা মহিলার নার্স হিসেবে কাজ করেছেন।

ইজরাইল থেকে ওই ভারতীয় নার্সের দেহাবশেষ এসে পৌঁছালো দিল্লির এয়ারপোর্টে। সৌম্যার মৃতদেহ দিল্লিতে পৌঁছানোর আগে ভারতীয় এম্বেসি টুইট করে জানিয়েছিল , “শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ বেনগুরিয়ান এয়ারপোর্ট থেকে সৌম্যার দেহাবশেষ নিয়ে রওনা দিয়েছে একটি বিমান। যেটি শনিবার সকাল দিল্লিতে পৌঁছাতে পারে।”

তবে আজ সেই ভারতীয় নার্সের দেওয়া শেষ দিল্লির বিমানবন্দরে এসে পৌঁছেছে। দিল্লির বিমানবন্দরে উপস্থিত ছিলেন, বিদেশ প্রতিমন্ত্রী বি মুরলীধরন আর ইজরায়েলের উপ-রাজদূত এডিল্ডিয়া ক্লেন। দিল্লির বিমানবন্দর থেকে সৌম্যার মৃতদেহ কেরালার ইডুক্কি জেলায় পাঠানো হবে আজই।

জানা গিয়েছে, সৌম্যার মৃত্যু হয়েছে গত সোমবার। সোমবার যখন হামাসের জঙ্গিরা গাজা সিটি থেকে এশকেলানের উপর রকেট হামলা চালায়। সেই মুহূর্তে সৌম্যা ভিডিও কলে কথা বলছিলেন নিজের স্বামীর (কেরালা) সঙ্গে । সৌম্যা যে বৃদ্ধা মহিলার বাড়িতে কাজ করতেন হামাসের রকেট হামলা সরাসরি সেই বাড়িতেই আঘাত হানে। রকেট হামলার কারণে প্রাণ হারান সৌম্যা। জানা গিয়েছে সৌম্যার একটি ৯ বছরের ছেলে আছে। বাবার সঙ্গে কেরালাতে থাকেন সৌম্যার ছেলে।