ঋষি সুনাক, Rishi Sunak
ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক, হতে চলেছেন ব্রিটেনের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌলার পরাজয়ের পর প্রায় ২০০ বছর ভারতের উপর শাসন করেছে ব্রিটিশরা। তবে ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার মাত্র ৭৫ বছর পরেই একজন ভারতীয় বংশোদ্ভূত বসতে চলেছেন ব্রিটিশ পার্লামেন্টের মসনদে। হ্যাঁ, এবার এটাই হতে চলেছে লন্ডনে, যেখানে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক হতে চলেছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী।

প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। শুধুমাত্র তাই নয়, ব্রিটেনের গত ২০০ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবেও ২৮ শে অক্টোবর শপথ নেবেন তিনি। ব্রিটেনের কনজারভেটিভ পার্টি এর নেতা হিসাবে প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন ঋষি সুনাক।

মাত্র দু-মাস আগে ব্রিটেনের পূর্ব প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে নির্বাচনী প্রতিযোগিতায় পরাজিত হয়েছিলেন সুনাক। তবে মাত্র ৬ সপ্তাহের মধ্যে ব্রিটেনের অর্থনীতির দুরবস্থা থেকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য লিজ ট্রাসকে সরিয়ে কনজারভেটিভ পার্টি নিজেদের নেতা হিসাবে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করেছে ঋষি সুনাককে।

ঋষি সুনাকের নাম প্রধানমন্ত্রী পদের জন্য ঘোষণা হওয়ার পর থেকেই বিশ্বের বড় বড় নেতাদের থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন তিনি। এই লিস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন কেউই বাদ যাননি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে শুভেচ্ছা বার্তা দিয়ে লেখেন –

গতকাল দীপাবলীর দিন এই খবর আসার সাথে সাথেই ইন্টারনেট জুড়ে ঋষি সুনাককে নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন ভারতীয়রা। ব্রিটিশ সরকারের ২০০ বছরের ভারতবর্ষের ওপর শাসনের পর ফের এক ভারতীয় বংশোদ্ভূত যে লন্ডনের হটসিটে বসবেন তাই নিয়ে প্রত্যেকে গর্ব বোধ করছেন।