imran khan, narendra modi, modi's letter to imran khan,
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি পাঠালেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তান দিবসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তান দিবসের শুভেচ্ছা জানাতে চিঠি লিখে পাঠালেন মোদী। কি লেখা আছে ওই চিঠিতে?

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ওই চিঠিতে লিখেছেন, প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানের জনতার সঙ্গে ভালো সম্পর্ক চায় ভারত। তবে তার জন্য সন্ত্রাস মুক্ত পরিবেশ প্রয়োজন। সদ্য করোনায় আক্রান্ত ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারত ও পাকিস্তানের মধ্যকার সুসম্পর্ক আভাস দিয়ে দেখা হচ্ছে মোদির এই চিঠি কে। প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপের প্রশংসা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি দলের নেত্রী মেহেবুবা মুফতি। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছন “ইমরান খানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা সঠিক দিশায় পৌঁছেছে। অটল বিহারি বাজপেয়ি বলেছিলেন, আপনি বন্ধু বদলাতে পারেন কিন্তু প্রতিবেশী নয়। আমি আশা করছি এবার দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে শান্তি ফিরবে। কাশ্মীরের ক্ষত সারিয়ে তোলা প্রয়োজন।”

গতমাসে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ২০০৩ সালের অস্ত্রবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে পাকিস্তানের সেনাবাহিনী। সোমবার পার্মেন্স ইন্দুস কমিশন নিয়ে আলোচনা করতে ভারতের সফরে এসেছেন। পাকিস্তানি প্রতিনিধিদলের গেল আড়াই বছরের মধ্যে দুই দেশের মধ্যে এটিই প্রথম কোন বৈঠক।

২০১৯ সালে এক দফা আকাশ পথে যুদ্ধের পর দুই প্রতিবেশীর দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। এবার ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এই পদক্ষেপের ফলে সুসম্পর্ক বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।