রেল, ভারতীয় রেল, করোনা ভাইরাস
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা বিশ্বে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ একেবারে মারাত্মক আকারে আছড়ে পড়েছে। প্রায় এক বছরের বেশী সময় ধরে করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল সমস্ত রকম পরিষেবা। ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়া শুরু হলেও আবারও বিশ্ব জুড়ে আছড়ে পড়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ।

শুধু মাত্র বিশ্বের বিভিন্ন দেশেই নয়। আমাদের দেশ অর্থাৎ ভারতেও মারাত্মক আকার নিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। কিছু কিছু রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ সাংঘাতিক আকার নিয়েছে। বিশেষ করে পাঞ্জাব, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লীতে সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্র সরকার আবারও লকডাউনের পথে হেঁটেছে।

এর মধ্যেই কিছুটা স্বাভাবিক হয়ে এসেছিল ভারতীয় রেল পরিষেবা। চলতে শুরু করেছিল দূরপাল্লার ট্রেনগুলি। কিন্তু পরিস্থিতি আবারও পরিবর্তন হওয়াতে বাতিল হয়ে যায় কিছু কিছু ট্রেন। এর মধ্যেই ভারতীয় রেল মুম্বাই সেন্ট্রাল থেকে আহমেদাবাদ পর্যন্ত তেজস এক্সপ্রেসকে এক মাসের জন্য বাতিল করে দিয়েছে।

যদিও এই মুহূর্তে ভারতীয় রেল কর্তিপক্ষ জানিয়েছে যে, কিছু এক্সপ্রেস বর্তমানে করোনা আবহে বাতিল হয়ে গেলেও সমস্ত ট্রেন এই মুহূর্তে বাতিলের কোনও সিদ্ধান্ত নেয়নি ভারতীয় রেল। ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সুশীল শর্মা জানান যে, ঘুরতে যাওয়া বা যাতায়াতের জন্য এই মুহূর্তে ট্রেনের কোনও অভাব হবেনা।

তিনি আরও জানান বর্তমানে করোনা আবহে ট্রেনে যাতায়াত করতে হলে মানতে হবে সমস্ত সুরক্ষাবিধি। আর দূরপাল্লার যাত্রীদের থাকতে হবে করোনা নেগেটিভ রিপোর্ট। এছাড়াও বর্তমানে রেল সমস্ত নিয়ম মেনেই চালু হয়েছে। যদিও যে ভাবে করোনা পরিস্থিতি জোরালো হচ্ছে সেক্ষেত্রে ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারতীয় রেল।