জিডিপি, GDP, GDP hike,
কোভিড ধাক্কা সামলে রেকর্ড ২০.১ শতাংশ হারে বাড়ছে ভারতের জিডিপি | ছবি - পিআইবি

প্রকাশ মণ্ডল, কলকাতাঃ- গত আর্থিক বছরের এপ্রিল-জুন এই তিন মাসে দেশ জোড়া লকডাউন এর ধাক্কায় কার্যত থমকে গিয়েছিল দেশের অর্থনীতি। তবে লকডাউনের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থব্যবস্থা। প্রসঙ্গত, ভারতের আর্থিক বছর শুরু হয় এপ্রিল মাস থেকে।

বৃদ্ধির হার যে ২০ শতাংশ এর আসে পাশে থাকবে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল রিজার্ভ ব্যাংক এবং একাধিক মূল্যায়ন সংস্থা । তবে ২০২১- ২২ অর্থবছরের প্রথম ৩ মাসে (এপ্রিল-জুন ২০২১) মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধি পেয়েছে ২০.১ শতাংশ । কোন ৩ মাসে এতখানি বৃদ্ধি এই প্রথম। তাই এই জিডিপি বৃদ্ধির হার সর্বকালীন রেকর্ড ভারতীয় অর্থনীতির ইতিহাসে। করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলে এমন বৃদ্ধি যথেষ্ট আশাব্যঞ্জক বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ ।

২০২০-২১ অর্থবছরের প্রথম ৩ মাসে (এপ্রিল-জুন) জিডিপি সংকোচন পৌঁছে গিয়েছিল তলানিতে । প্রথম তিন মাসে ( এপ্রিল-জুন, ২০২০ ) রেকর্ড পতন হয়ে জিডিপির সংকোচন বা ঋণাত্মক বৃদ্ধি হয়েছিল ২৪.৪ শতাংশ । ওই সময় দেশের প্রায় সমস্ত জায়গা জুড়ে চলছিল লকডাউন । আর এ বছরের প্রথম তিন মাসে ( এপ্রিল-জুন) জিডিপি বেড়েছে ২০.১ শতাংশ । সার্বিকভাবে ২০২০-২১ অর্থবর্ষে জিডিপির সংকোচন ছিল ৭.৩ শতাংশেরও বেশি । ঐ সময় কোভিড -১৯ পরিস্থিতির জেরে রাজস্ব আদায় কম, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণ এ ধাক্কা এবং অতিমারি সামলাতে খরচ বৃদ্ধি ছিল এর প্রধান কারণ ।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী কোভিডের আগের বছরে( ২০১৯-২০) এপ্রিল–জুনে জিডিপি ছিল ৩৫.৩৫ লক্ষ কোটি টাকা । লকডাউন এর ধাক্কায় ২০২০-২১ অর্থবর্ষের এপ্রিল-জুন মাসে তা ২৬.৯৫ লক্ষ কোটিতে নেমে আসে । এবছরের (২০২১- ২২) এপ্রিল–জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২.৩৮ লক্ষ কোটি টাকাতে। এখনো যা কোভিডের আগের বছরের তুলনায় প্রায় ২.৯৭ লক্ষ কোটি টাকা কম ।

সহজ ভাষায়, কোভিডের আগে জিডিপি ১০০ টাকা থেকে থাকলে, লকডাউন এর সময় তা কমে ৭৫.৬ টাকা হয়েছিল । এবার তা বেড়ে ৯০.৭ টাকা হল।

কোভিডের দ্বিতীয় ঢেউ হানা দেওয়ায় ফের আর্থিক কর্মকাণ্ডে আঘাত আসে গতবছর। অর্থনীতিবিদদের একাংশ আশঙ্কা করেছিলেন যে, ফের পতন ঘটবে জিডিপির। কিন্তু সেই আশঙ্কা ভুল প্রমাণিত হলো। আরবিআই পূর্বাভাস দিয়েছিল যে, চলতি বছরে অর্থাৎ ২০২১-২২ অর্থবছরের প্রথম ৩ মাসে জিডিপির বৃদ্ধি ১৮.৫ থেকে ২৬.২ শতাংশের মধ্যে থাকতে পারে। কিন্তু জুন মাসে সেটা সংশোধন করে আরবিআই জানাই যে, ২০২১-২২ অর্থবছরের প্রথম ৩ মাসে জিডিপি বৃদ্ধি ৯.৫ থেকে ১০.৫ শতাংশের মধ্যে থাকতে পারে ।

প্রসঙ্গত বলা যায় যে, আন্তর্জাতিক অর্থভাণ্ডার ( আইএমএফ) এর আগে ভারতের জিডিপি নিয়ে নানা ধরনের মতামত পোষণ করেছিলেন। কিন্তু বর্তমানে ভারতের জিডিপির নিয়ে তাদের চিন্তা-ভাবনা পরিবর্তন হয়েছে। চলতি বছরের মার্চ মাসে ২০২১- ২২ অর্থবর্ষে ১২.৫ শতাংশ বৃদ্ধির পূর্বাভাষ দেওয়া হলেও সংস্থার আর্থিক নীতি সংক্রান্ত কমিটির বৈঠকে তা সংশোধন করা হয়। জিডিপি বৃদ্ধির হার ৯.৫ শতাংশ হতে পারে বলে জানায় আইএমএফ।