পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ দেশজুড়ে আছড়ে পড়েছে। করোনা আক্রান্তের কথা বলতেই সবার আগে আসে মহারাষ্ট্রের কথা। করোনার দ্বিতীয় ওয়েভ এর ফলে মহারাষ্ট্রেই বেশি সংক্রমণ ঘটেছে। বর্তমানে পশ্চিমবঙ্গেও ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ।
ব্যাপক হারে বেড়েই চলেছে করোনা পরিস্থিতি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে জানিয়েছে সেখানকার পরিস্থিতি খুবই খারাপ। গত ২৪ ঘন্টায় সেই রাজ্যের ৩৯ হাজার ৪৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে করোনা আটকাতে ক্রমশ হিমশিম খাচ্ছে মহারাষ্ট্র সরকার।
করোনা পরিস্থিতি এতটাই বেড়েছে মহারাষ্ট্রে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বৈঠকে বসেছিলেন গত শুক্রবার। মহামারী করোনার সঙ্গে লড়ার জন্য ওই রাজ্যে হয়তো আবার লকডাউন হতে পারে। করোনা মোকাবেলায় আরো কি কি পদক্ষেপ নেবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তা নিয়েই বৈঠক করলেন তিনি।
এছাড়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমেই বেড়ে চলেছে। গোটা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। করোনা সংক্রমণের ফলে রাজ্যবাসীকে আরো বেশি সতর্ক হতে হবে। আমজনতা ভাবছেন করোনা দেশ থেকে বিদায় নিয়েছে। আর সেই জন্যই বাড়ছে বিপদ। সভা-সমাবেশ বিয়ে ও অন্যান্য অনুষ্ঠান করে চলেছেন তারা। আমি তাদের সবাইকে সংযত হওয়ার আর্জি জানাচ্ছি। করোনা মোকাবিলায় প্রত্যেকে আরো বেশি সতর্ক হোন।”
আরও পড়ুনঃ ধোনির বিশ্বকাপ জয়ের পিছনে আসল অবদান সৌরভের, বললেন প্রাক্তন স্পিনার
পশ্চিমবঙ্গে ভোট আবহের মধ্যে করোনা গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। এপ্রিল মাসের শুরু থেকেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। পশ্চিমবাংলায় সবথেকে বেশি প্রভাব পড়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা এই দুটি স্থানে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩৬ জন মানুষ এবং করোনা আক্রান্ত মৃত্যু হয়েছে ৫ জন মানুষের।
রাজ্যে স্বাস্থ্য দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ৫ লক্ষ ৮৯ হাজার ৯২২ জন। গত ২৪ ঘন্টায় সংক্রমনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯০ হাজার ৬৫৮ জন। রাজ্যে সুস্থতার হার ৯৪.৪ শতাংশ। গত শুক্রবার থেকেই রাজ্যে করনা আক্রমণের সংখ্যা ১৭০০ গণ্ডি পেরিয়েছে। বঙ্গে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ।