পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা দেশের মত পশ্চিমবঙ্গেও করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এমত অবস্থায় দেশের বিভিন্ন রাজ্যে ঘোষণা করা হয়েছে পুরো লকডাউন এর। তবে পশ্চিমবঙ্গে লকডাউন এর পথে হাঁটতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বদলে তিনি কিছু উপায় সাধারণ মানুষকে অবলম্বন করতে বলেছেন যার মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে।
সোমবার মন্ত্রী সভার প্রথম বৈঠক করেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে জানান যে,” আমরা পুরোপুরি লকডাউন চাইনা। লকডাউন এর ঘোষণা না করে লকডাউন এর মত সাধারণ মানুষকে আচরণ করতে হবে। কারণ লকডাউন ঘোষিত হলে সাধারণ মানুষের অসুবিধে হবে। দরিদ্র মানুষ না খেতে পেয়ে মারা যাবে। সেটা আমরা চাই না।”
তিনি লক ডাউনের পরিবর্তে করোনা ভাইরাস নিয়ে সকলকে আরও সচেতন হতে পরামর্শ দেন। তিনি বলেন যে, সংক্রমণ ঠেকাতে বহু লোকাল ট্রেন যেমন বাতিল করা হয়েছে তেমনই বিভিন্ন জুট মিলে ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা হচ্ছে। বেসরকারি ক্ষেত্রে যেমন ওয়ার্ক ফ্রম হোম করা হচ্ছে তেমনই সরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও বিভিন্ন ধর্মীয় উৎসবকে ছোট করে পালন করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ইদের দিন রেড রোডে নামাজ না পড়ার কথা ঘোষণা করেছেন তিনি।
তিনি কোলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্য পুলিশেরে ডিজিকে নির্দেশ দেন যে, সমস্ত মসজিদ কমিটিকে ইদের নামাজ ছোটো করে করার জন্য আবেদন জানাতে। তিনি বলেন যে, “আনন্দ করতে গিয়ে অসুখ যেন না হয়। কারণ অক্সিজেন, ভ্যাক্সিন পাওয়া যাচ্ছে না। যতোটা সম্ভব জোগাড় করা হচ্ছে।”