লিওনেল মেসি, আর্জেন্টিনা, lionel messi, argentina vs france, Zlatan Ibrahimovic, জ্লাতান ইব্রাহিমোভিচ
মেসির হাতেই কি উঠতে চলেছে বিশ্বকাপ ? কি বললেন সুইডেনের প্রাক্তন ফুটবলার ইব্রাহিমোভিচ

বিশ্বকাপ ফুটবলঃ– ২০২২ বিশ্বকাপের ট্রফিতে যেন লিওনেল মেসির আর্জেন্টিনার নাম দেখতে পাচ্ছেন সুইডেনের তারকা ফুটবলার জ্লাটান ইব্রাহিমোভিচ। কেন মেসির ওপর বাজি ধরেছেন এই প্রাক্তন সুইডিশ ফুটবলার ? আসুন জেনে নেওয়া যাক –

বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগেই লিওনেল মেসির আর্জেন্টিনাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছিলেন জ্লাটান ইব্রাহিমোভিচ। তিনি দাবি করেছিলেন, বিশ্বকাপে আর্জেন্টিনার নাম খোদাই করা রয়েছে তিনি দেখতে পাচ্ছেন।

এসি মিলানের এই তারকা খেলোয়াড় হাটুর চটের জন্য বেশকিছুদিন মাঠের বাইরে রয়েছেন। এক সংবাদ বৈঠকে তিনি জানিয়েছেন, “আমার মনে হচ্ছে কে জিতবে সেটা ইতিমধ্যে লেখা হয়ে গেছে। আশা করছি সবাই আপনারা আমার কথা বুঝতে পারছেন। আমার মতে এবারের বিশ্বকাপের ট্রফি জিততে চলেছে লিওনেল মেসি । ট্রফিতে লিওনেল মেসির নাম লেখা রয়েছে।” তার মতে এইবারে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সেই কারণে অন্য দলের তুলনায় আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছেন ইব্রাহিমোভিচ। তিনি বলেছেন মেসির দুর্দান্ত ছন্দে রয়েছেন ,তাতে তিনি যে কোনো দলকেই পরাস্ত করতে পারেন। তিনি টেনে নিয়ে যাচ্ছেন আর্জেন্টিনাকে।”

ফুটবল ক্লাব বার্সেলোনার হয়ে এক সময় মেসির সঙ্গে ক্লাব ফুটবল খেলেছেন তিনি। কিন্তু বার্সা কোচ পেপ গার্দিওলার সঙ্গে ঝামেলা হবার পর এসি মিলানে চলে যান তিনি। তবে ইব্রাহিমোভিচের পাল্টা সুরে কথা বলেছেন ব্রাজিলের হয়ে দুবার বিশ্বকাপ জেতা কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো লিমা। তার মতে, এই বিশ্বকাপ জিততে পারবে না আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপ শুরুর আগে থেকেই তিনি বাজি ধরেছিলেন ফ্রান্স এবং ব্রাজিলের উপর। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ থেকে ব্রাজিল ছিটকে যাওয়ায় ফ্রান্সকে বিশ্বচ্যাম্পিয়ান বলে দাবি করেছেন তিনি। এক সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেছেন, “বিশ্বকাপ শুরু থেকেই আমি জানিয়েছিলাম ব্রাজিল অথবা ফ্রান্স এদের মধ্যে কেউ একজন বিশ্বকাপ জিততে চলেছে। তবে বিশ্বকাপ থেকে ব্রাজিল বেরিয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত ফ্রান্স টিকে আছে । আমার দেখে এটাই মনে হচ্ছে ফ্রান্স এবার বিশ্বকাপ জিততে চলেছে।”

কিন্তু কেন তিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতার দাবিদার বলে মনে করছেন না এটিও তিনি জানিয়েছেন। তিনি বলেছেন , আর্জেন্টিনা বড্ড বেশি মেসি নির্ভর দল। মেসি আটকে গেলে দলকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। কিন্তু ফ্রান্স কোন একজন ফুটবলার ওপর নির্ভরশীল নয়। আর্জেন্টিনার তুলনায় তাদের দলে বেশী ভালো ফুটবলার রয়েছে। তাই তাদের জেতার সম্ভাবনা বেশি ।