mukul roy, bjp, মুকুল রায়, বিজেপি বিধায়ক,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বহু বছর পর ভোটযুদ্ধে নেমে সাফল্য পেয়েছেন মুকুল রায়। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী মুকুল রায়। গতকাল শুক্রবার বিধানসভায় গিয়েছিলেন শপথ গ্রহণ করতে। সেখানে প্রায় ১০ মিনিটের মত সময় উপস্থিত ছিলেন তিনি।

বিধানসভায় শপথ গ্রহণ করার সময় টুকু ছাড়া তিনি নীরব ভূমিকা পালন করেছেন। বিধানসভায় শপথ গ্রহণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেও কোনো প্রকার প্রশ্নের উত্তর তিনি দেননি। তবে তিনি জানিয়েছেন, “আজ আমি কিছু বলবো না। যেদিন বলার সবাইকে ডেকে বলবো।” এছাড়া তিনি আরও বলেন, “মানুষের জীবনে, এমন দুই একটা দিন আসে, যখন তাকে চুপ থাকতে হয়।”

তবে গতকাল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ডাকা বৈঠকও এড়িয়ে গেলেন বিজেপি বিধায়ক মুকুল রায়। মুকুল রায়ের এরকম আচরণ এর পর থেকেই জল্পনা ছড়িয়েছে। অনেকেই এমন মতামত দিতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

dilip ghosh, দিলিপ ঘোষ, বিজেপি,
ছবি – সংগৃহীত

একুশের নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছিল গেরুয়া শিবির। বিজেপির দাবি ছিল ২০০-র বেশি আসন পেয়ে বঙ্গে সরকার গড়বে তারা। রাজ্যজুড়ে কার্যত ভরাডুবি হয়েছে পদ্মা শিবিরের। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে বেরিয়ে বলেছিলেন, ‘বেচারা মুকুল। পাঠিয়ে দিয়েছে সেই কৃষ্ণনগরে।’ তবে নির্বাচন ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা গিয়েছে, কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকেই তৃণমূলকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন মুকুল রায়।

একুশের বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচারেও তেমন জোর দেননি মুকুল রায়। তবুও বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি। ফল প্রকাশ্যে এলে, জয়ী হওয়ার পরেও মিডিয়ার সামনে পাওয়া গেল না মুকুল রায়কে। মুকুল রায়ের এমন নীরবতাকে ঘিরেই জল্পনা সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে।

আরও পড়ুনঃ শীতলকুচিঃ অবশেষে মুখ্যমন্ত্রীর দেওয়া সরকারি চাকরি নিতে রাজি মৃত আনন্দ বর্মন-এর পরিবার

গতকাল বিধানসভায় নির্বাচিত বিধায়কের সঙ্গে বৈঠক করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই বৈঠকে যোগদান করেননি জয়ী বিজেপি প্রার্থী মুকুল রায়। এছাড়া ওই বৈঠকে শুভেন্দু অধিকারীও যোগদান করেননি। তাদের এই অনুপস্থিতিকে ঘিরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, “এটা যেহেতু দলীয় কর্মসূচি মেনে বৈঠক নয়। তাই সবাইকে থাকা বাধ্যতামূলক নয়।”

তবে বিজেপির জয়ী প্রার্থী মুকুল রায়ের এমন নীরবতা কে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। অনেকেই প্রশ্ন করেছেন তিনি কি আবার তৃণমূলে ফিরছেন ? তার এমন নিরব ভুমিকা পালন করায় একাধিক প্রশ্ন উঠছে। তবে কোন পথে হাঁটছেন প্রাক্তন তৃণমূল নেতা মুকুল রায় ? সেটা তো সময়ই বলবে।