বিশ্বকাপ ফুটবলঃ- ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে চোট পেয়েছিলেন নেইমার। ৮০ মিনিটের মাথায় মাঠ ছাড়ার সময় চোখের জল দেখা গিয়েছিল তাকে। মোট ৯ বার ফাউলের শিকার হয়েছিলেন তিনি। ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লুসাইল স্টেডিয়ামে দলের সঙ্গে ছিলেন নেইমার। এই খবরে সীলমোহর দিয়ে দলের সঙ্গে অনুশীলনের নেমে পড়েন তিনি এবং গোলও করেন। চোট পেয়ে ব্রাজিলের একাধিক খেলয়াড় মাঠের বাইরে রয়েছেন। ঠিক এই সময়ে চোট আঘাতে জর্জরিত ব্রাজিল শিবিরে নেইমারের ফেরা যেন স্বস্তির নিঃশ্বাস।
গতকাল ব্রাজিলিয়ান কোচ তিতের সাংবাদিক বৈঠক শেষ হবার পর তীরের গতিতে কাতার কনভেনশন সেন্টারের বাসস্ট্যান্ডের দিকে ছুটে চলেন দক্ষিণ কোরিয়ার সাংবাদিকরা। কিন্তু একটু পরেই তো দক্ষিণ কোরিয়ান কোচ পাওলো বেন্তো সাংবাদিক বৈঠকে বসবেন। অথচ তা নিয়ে কোনরকম মাথাব্যথা নেই কোরিয়ান সাংবাদিকদের।
কি ঘটলো হঠাৎ? একটু পরে সমস্ত প্রশ্নের উত্তর মিলল। সাংবাদিক বৈঠকে ব্রাজিলিয়ান কোচ তিতে জানিয়েছেন, “দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিন ম্যাচ খেলতে পারেন নেইমার। তবে সন্ধ্যার অনুশীলনের আগে ওকে আরো একবার ভালোমতো পর্যবেক্ষণকরে নেব আমরা। কথা বলবো মেডিকেল দলের সঙ্গে। তারা সিদ্ধান্ত দিলেই মাঠে নামবেন নেইমার।” চোট সারিয়ে মাঠে ফিরবেন নেইমার এটি শোনার পরেই উদ্বেগ বেড়ে গেছে দক্ষিণ কোরিয়ার শিবিরে। নেইমার সত্যি সত্যি সুস্থ কিনা তা দেখতে আরবি ক্লাবে এদিন দৌড়ালেন দক্ষিণ কোরিয়ার সাংবাদিকরা।
ব্রাজিলের অনুশীলন দেখতে গিয়ে রক্তচাপ কয়েক গুণ বেড়ে গিয়েছিল তাদের। দানি আলভেস, ক্যাসেমিরো, রাফিনিয়া মাঠে থাকলেও ছিলেন না শুধু নেইমার। কিন্তু কয়েক মিনিটের অপেক্ষার পরে মাঠে নামলেন নেইমার। তাকে বেশ হাসি খুশির মেজাজে দেখা যাচ্ছিল। ব্রাজিলের এই তারকা ফুটবলার মাঠে নামতেই ব্রাজিলের সাংবাদিকরা যেভাবে উল্লাসে মেতে উঠেছিল। নেইমার যেন ম্যাচে নেমে গোল করেছেন।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোড়ালিতে চোট পেয়ে শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি। রাউন্ড অফ সিক্সটিন তার খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা ছিল। ঠিক আট দিন পরে শনিবার সন্ধ্যায় তিনি বল নিয়ে প্রথম অনুশীলন করায় স্বস্তির নিঃশ্বাস ফিরে পায় ব্রাজিল শিবির। এই অনুশীলনে গোল করে সতীর্থদের সঙ্গে সাম্বা সুরে নেচে উঠলেন তিনি।
তিতে জানিয়েছেন রাউন্ড অফ সিক্সটিন ম্যাচে ব্রাজিলকে আটকাতে রক্ষণভাগ বেশ মজবুত করে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া। এই কারণেই মাঠ ছোট করে অনুশীলন করে তারা। অনুশীলনে নেইমার ডান পায়ের শটে গোল করে জানিয়ে দিলেন, তিনি তৈরি । তবে অনুশীলনের মাঝে বেশ কয়েক বার মাঠের বাইরে এসে গোড়ালির আঘাতের জায়গায় স্প্রে নিচ্ছিলেন তিনি। ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের এক কর্তৃপক্ষ জানিয়েছেন, ” ফোলা কমলেও ব্যথা এখনো অনুভব করছেন নেইমার। তবে তার মনের জোর প্রবল। ক্যামেরুনের কাছে হারার পর মাঠে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি।”
কোরিয়ার সাংবাদিক জানিয়েছেন, “সাংবাদিক বৈঠকে নেইমারের খেলার ইঙ্গিত দিয়েছেন তিতে। আমরা ভেবেছিলাম ওর পক্ষে গোড়ালির চোট সারিয়ে এত তাড়াতাড়ি মাঠে নামা সম্ভব নয়। কিন্তু আগের মতোই আগ্রাসী মেজাজে রয়েছেন তিনি। গোলটি করেন ডান পা দিয়েই। নেইমার না থাকায় জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি হত দক্ষিণ কোরিয়ার। তবে এখন কাজটি অনেকটা কঠিন হয়ে যাবে।”
এই নিয়ে অষ্টম বার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে সেলেকাওরা। তবে বিশ্বকাপের মতো মঞ্চে এটি প্রথমবার। এর আগে ৭ বারের সাক্ষাতে ছটি ম্যাচে জয় পেয়েছিল সেলেকাওরা। যদিও খাতা-কলমের পরিসংখ্যান নিয়ে কোন ভাবেই আগ্রহী নন ব্রাজিলের কোচ।