
পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রত্যেক জেলাতেই দুয়ারে রেশনের মাধ্যমে চাল পাচ্ছে সাধারন আমজনতা। বাড়িতে বসেই পেয়ে যাচ্ছেন রেশনের খাদ্য সামগ্রী। তবে সম্প্রতি খাদ্য দপ্তরের দেওয়া সেই চাল প্লাস্টিকের বলে বিক্ষোভ দেখালো পূর্ব-বর্ধমান জেলার ভাতার থানার ডাঙ্গাপাড়ার গ্রামবাসীরা।
জানা গিয়েছে, পূর্ব-বর্ধমান জেলার ভাতার নিত্যানন্দপুর অঞ্চলের ডাঙ্গাপাড়া গ্রামে দুয়ারে সরকারের মাধ্যমে রেশনের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছিল। তবে সেই গ্রামের বাসিন্দাদের দাবি, রেশনে দেওয়া চালের গুণগত মান খুবই খারাপ। যা শরীরে গেলে ক্ষতি হবে। চাল অতি নিম্ন মানের হওয়ার কারনে ডাঙ্গাপাড়ার গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। এমনকি রেশন দেওয়া বন্ধও করে দেওয়া হয়।
ওই অঞ্চলের বাসিন্দা আব্দুস সেলিম শেখ অভিযোগ করে বলেন, বর্তমানে যে সমস্ত রেশনের চাল এসেছে তা সম্পূর্ণভাবে খারাপ মানের চাল। এমনকি খাবার যোগ্য নয়। গ্রামবাসীদের ধারনা এটা প্লাস্টিক চাল। চাল না পাল্টালে গ্রামবাসীরা এই খাদ্যশস্য গ্রহণ করবে না। খাদ্য দফতর দ্বারা এই চাল পরীক্ষা করা দরকার।
এই ঘটনার পর খাদ্য দপ্তরের আধিকারিকদের বক্তব্য, ভাতারে অবস্থিত এক গ্রামে দুয়ারে রেশন প্রকল্পের সমস্যার কথা জানা গিয়েছে। ওই গ্রামের বাসিন্দাদের অভিযোগ শোনা হয়েছে। সত্যিই চালের গুনগত মানের কোন সমস্যা ছিল কিনা তা নিয়ে পর্যবেক্ষণ করা হবে।
তবে এই ব্যাপারে সেখানকার রেশন ডিলার বিদ্যুৎ কুমার কর বলেছেন, দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে ডাঙ্গাপাড়া গ্রামে রেশন প্রদানের প্রক্রিয়া চলছিল। হঠাৎ করে এই প্রক্রিয়া বন্ধ করে দেয় গ্রামবাসীরা। অভিযোগ উঠেছে তাদের নাকি প্লাস্টিক চাল দেওয়া হচ্ছে। কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। ওই চাল প্লাস্টিকের নয়, তা ভিটামিনযুক্ত চাল।