আমেরিকা, জো বাইডেন, মাস্ক, করোনাভ্যাক্সিন,ন, মাস্ক, করোনা ভ্যাক্সিন,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা বিশ্বেই করোনা ভাইরাস বিস্তার করেছে তার থাবা। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ একেবারে সকলকে আতঙ্কিত যেমন করছে তেমনই প্রাণ কাড়ছে সাধারণ মানুষের। এমত অবস্থায় চিকিৎসক এবং বিশেষজ্ঞরা যে দুটি জিনিসের ওপর বেশী গুরুত্ব দিচ্ছেন সেই দুটি জিনিস হল মাস্ক এবং ভ্যাক্সিন। এবারে আমেরিকার প্রেসিডেন্ট এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার মতে করোনা ভাইরাসের ভ্যাক্সিনের দুটি ডোজ পূর্ণ হয়ে গেলে সেই সব ব্যক্তির আর মাস্ক পরার প্রয়োজন নেই।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিন টুইট করে বলেন যে, ” সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল প্রিভেনশনের তরফে জানানো হয়েছে যে, সম্পূর্ণ টীকাকরণ যে সব ব্যক্তিদের হয়ে গিয়েছে তাঁদের মাস্ক পরার দরকার নেই। আমরা যে দ্রুত সব আমেরিকানদের ভ্যাক্সিন দিতে সমর্থ হয়েছি, তারই ফল। আমার মনে হয় এটি একটি বড় মাইলস্টোন।”

বুধবারই আমেরিকায় সিডিসি এর তরফে জানানো হয়েছে যে সমস্ত ব্যক্তি করোনা ভাইরাসের দুটি ডোজ নিয়ে নিজেছেন তাঁদের আর ঘরের মধ্যে বা বাইরে মাস্ক পরে থাকার দরকার নেই। এছাড়াও তাঁদের নিজস্ব ওয়েবসাইটে তাঁরা এই সম্পর্কে বিবৃতি দিয়েছেন।

যদিও এই টুইট নিয়ে সকলের মধ্যে আবার সমালোচনা শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ বলছেন যে এই তথ্য সঠিক নয়। করোনার ভ্যাক্সিন নেওয়া হয়ে গেলেও করোনা প্রতিরোধে মাস্ক পরাটা খুবই জরুরি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞের একটি দল। কারণ হিসেবে দেখানো হচ্ছে যে করোনা ভ্যাক্সিন নিয়ে মাস্ক না পরে অনেকেই ফের করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

তবে ভারতীয় স্বাস্থ্যমন্ত্র তরফ থেকে এমন কোন বিষয় এখনো পর্যন্ত জানানো হয়নি। তাই ভারতীয়দের এখনো পর্যন্ত ভ্যাকসিন নেওয়া হয়ে গেলেও অনুরোধ করা হচ্ছে  যাতে তারা তারা মাস্ক ব্যবহার করে