পশ্চিমবঙ্গ ডেস্কঃ মারন রোগ করোনা জাঁকিয়ে বসেছে গোটা দেশ। করোনা আক্রান্ত রোগীর জন্য হাসপাতালে পাওয়া যাচ্ছে না বেড। এছাড়াও অভাব দেখা দিয়েছে অক্সিজেনের। প্রতিনিয়ত করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে শত শত মানুষ।
এমন কঠিন পরিস্থিতিতে এবার পাশে দাঁড়ালো রেল। ট্রেনের কোচে আইসোলেশন ওয়ার্ড তৈরি করে ফেললো পূর্ব রেল। জানা গিয়েছে সেখানে অক্সিজেনের যোগান ও থাকবে। রেলের মধ্যে চলবে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা।
পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনের কামরাগুলিতে আইসোলেশন ওয়ার্ড বানানো হয়েছে। শুধুমাত্র হাওড়া ডিভিশানের ১০৩ টি কোচে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। এর মধ্যে কোভিড আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য ১৬৫০ টি বেড রয়েছে। শুধু বেড নয় অক্সিজেনের ব্যবস্থাও করা হয়েছে ট্রেনের কামরা গুলিতে।
জানা গিয়েছে, কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অক্সিজেন অতি গুরুত্বপূর্ণ। সেই জন্য প্রতিটি কোচে দুটি করে অক্সিজেন সিলিন্ডার রাখা হবে। এছাড়াও কোভিড আক্রান্ত রোগীদের কে চিকিৎসার জন্য প্রত্যেকটি কোচে ডাক্তার মজুদ থাকবেন। প্রত্যেকটি কোচে দুজন করে ডাক্তার থাকবেন এবং তাদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় সে সমস্ত কিছুই ব্যবস্থা করবে রেল কর্তৃপক্ষ। এছাড়াও কোচের মধ্যে ডাক্তারদের জন্য কেবিনও থাকবে বলে জানা গিয়েছে।
তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্য সরকারের অনুমতি দিলেই আইসোলেশন ওয়ার্ড গুলো চালু করা হবে। প্রতিটি কোচ প্রতিনিয়ত পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্যানিটাইজ করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বর্ধমান এ কুড়িটি কোচ মেরামত করা হয়েছে এছাড়াও আজিমগঞ্জে আট টি ও হাওড়ায় দশ টি কোচ মেরামত করা হয়েছে।
দেশজুড়ে করোনার প্রকোপ বাড়ায় বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এমন কঠিন পরিস্থিতির মধ্যে হাসপাতালগুলিতে পাওয়া যাচ্ছেনা বেড। সেদিকে ভাবনা চিন্তা করেই ট্রেনের কামরা গুলিকে কোভিড রোগীদের চিকিৎসার কাজে লাগানো যেতে পারে বলে জানিয়েছে পূর্ব রেল। গতবছর করোনার প্রকোপে লকডাউন এর সময় বন্ধ করে দেওয়া হয় রেল পরিষেবা। তারপরে ট্রেনের কোচ গুলিকে আইসোলেশন ওয়ার্ডে বদলে ফেলা হয়েছিল। যেখানে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য পরিকাঠামো নেই, সেই সমস্ত এলাকায় করোনা রোগীদেরকে চিকিৎসা করার জন্য রেলের কোচ গুলিকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করেছিল কেন্দ্রীয় সরকার। করোনার দ্বিতীয় ঢেউয়ে এবার ঠিক তেমনটাই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে পূর্ব রেল।