মমতা ব্যানার্জি, নির্বাচন কমিশন, ভোট ২০২১, mamata banerjee, election commission, vote 2021
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের দিকে আঙুল তুললেন। ঈদের দিন ভোট হওয়া নিয়ে আপত্তি জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। বাংলায় বিধানসভা নির্বাচনের ভোট শেষ হতে মাত্র তিন দিন বাকি।

অথচ দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। কোনভাবেই করোনার দ্বিতীয় স্রোতের ঊর্ধ্বমুখী গ্রাফকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। করোনার বিধিনিষেধ এড়িয়ে চলছেন সাধারণ মানুষ। বারবার হাত ধোয়া, মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার ইত্যাদি মানতে দেখা যাচ্ছে না দৈনন্দিন অফিস যাত্রীদের।

করোনার প্রকোপ থেকে ছাড় মেলেনি নির্বাচন কমিশনেরও। মঙ্গলবার এক আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, নির্বাচন কমিশনের একাধিক আধিকারিক করোনার থাবায় জর্জরিত। কাজেই বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত পশ্চিমবঙ্গ সরকার।

এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, করণা এবারে একটু বেশি হচ্ছে। ১ জনের থেকে ছড়াচ্ছে ১০০০ জনের। নির্বাচন কমিশনারের করোনা হয়েছে। তারা সকলেই এখন বাড়ি থেকে সমস্ত রকম কাজ করবেন। আর বাড়ি থেকে কাজ করা মানে তো আপনারা জানেনই, সবই তো বিজেপি করে দেয়।

মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে প্রার্থীদের মৃত্যুর কারণে বন্ধ রয়েছে নির্বাচন। সেখানে ১৩ই মে ভোটের দিন হিসেবে বিবেচিত হয়েছে। ওইদিন ভোট হওয়া নিয়ে ক্ষুব্দ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে কটাক্ষ করে বলেন, দুজন প্রার্থী মারা যাওয়ায় তাদের কেন্দ্রের ভোট আমি শুনেছি আগামী ১৩ই মে তারিখে হবে। ওইদিন ঈদ আছে। আমি বুঝতে পারছি না, নির্বাচন কমিশনার ক্যালেন্ডারে মনে হয় ঈদের ছুটিটা দেখতে ভুলে গেছেন কিংবা দেখেননি। কিন্তু আমরা মনে করি, পুজোর দিনগুলি আর ঈদের দিনগুলি মাথায় রেখে সমস্ত কাজ করা উচিত। আর আমি মনে করি, আপনি ঈদের দিনে ভোট করান আর দুর্গাপূজার দিন ভোট করান, যে ভোট দেওয়ার, যেখানে ভোট দেওয়ার, সে সেখানেই ভোট দেবে। এইভাবে আপনারা কাউকে আটকাতে পারবেন না।