দুর্ঘটনা নয়, আগুন লাগানো হয়েছিল, rampur
"দুর্ঘটনা নয়, আগুন লাগানো হয়েছিল", রামপুরহাট অগ্নি হত্যাকাণ্ডে জানাল সিট | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ” “দুর্ঘটনা নয়, আগুন লাগানো হয়েছিল।” রামপুরহাটের বাগটুই গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনের পর এমনটাই জানাল সিট। এই ঘটনার প্রাথমিক তদন্তে নেমে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আধিকারিক সঞ্জয় সিং জানিয়েছেন, শর্ট সার্কিট বা কোনো দুর্ঘটনা নয়। বাড়ি গুলিতে আগুন লাগানো হয়েছিল।

গতকাল সোমবার রাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। ১২ জনের মধ্যে ১০ জন মহিলা এবং দুটি বাচ্চা শিশুর দেহ উদ্ধার করেছে দমকল বাহিনী। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা বাগটুই এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা।

স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অধিকর্তা জানিয়েছেন, রামপুরহাট অগ্নিকান্ডের সঙ্গে যুক্ত যে আসামীদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেকেই পুরুষ। এছাড়াও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো রকম রাজনৈতিক সংযোগ নেই। শর্ট সার্কিট এর জেরে বাড়িতে আগুন লেগেছে বলে দাবি জানিয়েছেন অনুব্রত মণ্ডল। তবে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির কথায় কোনো রকম কান দিল না সিট, বরঞ্চ জানিয়ে দিল, “দুর্ঘটনা নয়, বাড়িতে আগুন লাগানো হয়েছিল।”

এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়েও রাজ্যে চলছে রাজনৈতিক দন্দ। তৃণমূলের একাধিক নেতা ও মন্ত্রীরা এক এক রকম মন্তব্য করে চলেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ ট্যুইট করে জানিয়েছেন, এই ঘটনায় কোনো রকম রাজনৈতিক ষড়যন্ত্র নেই। তবে কিছুক্ষণ পরেই আবার কুণাল ঘোষের মুখেই শোনা গেল অন্য সুর।

জানিয়ে রাখি, এদিন সকালে ঘটনাস্থলে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য একটি সাংবাদিক বৈঠক করেন। ওই বৈঠকে তিনি বলেন, এই ঘটনার পেছনে কোনো রকম রাজনৈতিক ষড়যন্ত্র নেই। এই ঘটনার পরেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ একটি সাংবাদিক বৈঠকে বলেন, “বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রে তৃণমূল নেতাকে খুন করে তারপর এই আগুন লাগানো হয়েছে।” তার দাবি এই ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে।