ওয়েব ডেস্কঃ- করোনা সংকটের কারণে বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলি, চলছে অনলাইনে পড়াশোনা। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকার দরুন যাদবপুর বিশ্ববিদ্যালয় জানিয়েছে, 2021 সালের 4 জানুয়ারি থেকে খুলছেন বিশ্ববিদ্যালয়। তবে এখনই শুরু হচ্ছে না কোন ক্লাস। সপ্তাহের মোট তিনদিন করে সকাল 10টা থেকে বিকেল 5:30টা পর্যন্ত অফিসে আসতে হবে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের। এছাড়া সমস্ত বিভাগগুলি কাজের দিনে খোলা থাকতে পারে।
ছাত্রবিক্ষোভের দরুন পদত্যাগী ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিন অমিতাভ দত্তকে পদত্যাগপত্র নিয়ে আবার চিন্তা করার অনুরোধ জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সূত্রের খবর, এই মাসের 15 তারিখে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অমিতাভ দত্ত ডিন হিসেবে যোগদান করেন। কিন্তু তারপর থেকেই নতুন ডিন-কে নিয়ে শুরু হয় ছাত্রদের বিক্ষোভ এবং ছাত্র-সংসদের দাবি, ছাত্র-ছাত্রীদের সমস্যার কোনরকম সমাধান বার না করেই তিনি পালানোর জন্য পদত্যাগ করেন।
পূর্বে স্নাতকোত্তর ভর্তির বিভিন্ন কারণ নিয়ে ছাত্র সংসদের ব্যবহারে অপমানিত হয়ে পদত্যাগ করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ডিপার্টমেন্টের ডিন সুবীর মুখোপাধ্যায়।
ব্যক্তিগত এবং শারীরিক সমস্যার কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস-কে পদত্যাগের পত্র পাঠান অমিতাভ দত্ত। তার চিঠিতে তিনি ব্যক্ত করেন যে, প্রফেসরের দায়িত্ব তিনি পালন করে যাবেন।