bogtui, jahangir sheikh, cbi
লালন শেখের পর সিবিআই এর হাতে গ্রেফতার হল বগটুই মামলার মূল অভিযুক্ত জাহাঙ্গীর শেখ | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ– বীরভূমের বগ টুই গণহত্যা নৃশংসতা নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। দিন দুয়েক আগেই এই ঘটনার মূল অভিযুক্ত লালন শেখকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এবার সিবিআই এর হাতে গ্রেপ্তার হলেন এই মামলার অপর আর এক অভিযুক্ত জাহাঙ্গীর শেখ। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাকে ধরতে ফাঁদ পাতে সিবিআই। আর সেই ফাঁদেই ধরা দেয় নিহত তৃণমূল নেতা ভাদু শেখের ভাই জাহাঙ্গীর শেখ। আজ ধৃত জাহাঙ্গীর শেখকে রামপুরহাট মহকুমা আদালতে হাজির করা হবে।

চলতি বছর ২১শে মার্চ রাত আটটা নাগাদ বোমার আঘাতে খুন হন বগটুই গ্রামের বাসিন্দা ও বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখ। ভাদু শেখের খুনের বদলা নিতে সেই রাতেই জাহাঙ্গীর শেখের নেতৃত্বে ভাদু শেখের অনুগামীরা গ্রামের পরপর একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়। জ্যান্ত আগুনে পুড়ে মারা যান সাতজন এবং পরদিন সকালে দুই জন ব্যক্তিকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রামপুর মেডিকেল রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরবর্তীতে ওই আহত দুজন হাসপাতালেই মারা যায়। বিরোধীদের অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দের ফলের প্রাণ হারাতে হয় ৯ জনকে।

পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তের দায়ভার গ্রহণ করে সিবিআই। সিবিআই এর পক্ষ থেকে বারংবার ফরেন্সিক বিশেষজ্ঞ এনে পরীক্ষা করা হয় ঘটনাস্থল। তবে তদন্তে খুব বেশি গতি আসে না। ঘটনার ঠিক তিন মাস পর ২১ শে জুন সিবিআই আদালতে এই ঘটনার দুটি চার্জশিট জমা দেন। চার্জশিটে নাম ছিল ঘটনায় অন্যতম অভিযুক্ত জাহাঙ্গীর শেখের।

চার্জশিট পেশের পর থেকেই ফেরার ছিলেন অভিযুক্ত জাহাঙ্গীর শেখ। তবে সিবিআই এর তৎপরতায় দুদিন আগেই গ্রেফতার হন লালন শেখ। আর এবার সেই সূত্র ধরেই গ্রেফতার হলেন জাহাঙ্গীর শেখ। জাহাঙ্গীরের গ্রেফতারিতে এবার তদন্তে গতি আসবে বলে মনে করা হছে।