BJP leader Rakesh Pandit, Jammu and Kashmir,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর। জঙ্গিদের হানায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন বিজেপি নেতা তথা পৌরসভার কাউন্সিলর রাকেশ পন্ডিত। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই আতঙ্কও ছড়িয়েছে এলাকা জুড়ে।

রাকেশ পন্ডিত সন্ত্রাসবাদীদের শিকার হন গত বুধবার। তার নিরাপত্তা রক্ষার জন্য সর্বদায় তার সঙ্গে দুজন নিরাপত্তারক্ষী থাকেন। তবে এই ঘটনা ঘটার সময় তার সঙ্গে ছিল না নিরাপত্তারক্ষী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তারক্ষীরা সবসময় তার সঙ্গেই থাকতেন এবং তার খেয়াল রাখতেন। কিন্তু এই ঘটনার দিন তিনি শ্রীনগরের একটি হোটেল থেকে নিরাপত্তারক্ষীদের কিছু না জানিয়েই পুলওয়ামার ত্রলে এক বন্ধুর সাথে দেখা করতে যান। বিজেপি নেতা রাকেশ পন্ডিত এর সঙ্গে নিরাপত্তারক্ষী না থাকার কারণে বড় বিপদের মুখে পড়েন তিনি।

বন্ধুর বাড়িতে যাওয়ার সময় একদল সন্ত্রাসবাদি তাকে লক্ষ্য করে গুলি চালায়। লাগাতার গুলিবর্ষণ এর ফলে গুলির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি নেতা তথা পৌরসভার কাউন্সিলর রাকেশ পন্ডিত-এর। এছাড়াও সন্ত্রাসবাদীদের গুলির আঘাতে আসিফা মুস্তাক নামের এক মহিলা গুলিবিদ্ধ হন। সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বিজেপি নেতার মৃত্যুকে ঘিরে শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি জানিয়েছেন,”বিজেপি কাউন্সিলর রাকেশ পন্ডিতের উপর পুলওয়ামার ত্রালে যে হামলা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা থাকল এবং আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।”

এই ঘটনায় বিজেপি মুখপাত্র আলতাফ ঠাকুর বলেন, “এসব ঘটনা ঘটিয়ে বিজেপি নেতাদের দমাতে পারবে না। আমরা মানুষের জন্য কাজ চালিয়ে যাব। নিরীহ মানুষের উপর হামলা চালানো বীরত্ব নয়। আমরা পুলিশের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারির দাবি জানাচ্ছি।”

এই ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি টুইট করে লিখেছেন, “বিজেপি নেতা রাকেশ পণ্ডিতকে জঙ্গিরা গুলি করে হত্যা করেছে শুনে হতবাক হলাম। এই নির্বোধ হিংসাত্মক ক্রিয়াকলাপ গুলি কেবলমাত্র জম্মু-কাশ্মীরে দুর্দশা এনে দিয়েছে। উনার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল এবং উনার আত্মার শান্তি কামনা করি।”