japan investment in india
ভারতে ৩ লক্ষ ২৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে জাপান | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আগামী পাঁচ বছরে ভারতে প্রায় ৩ লক্ষ ২৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভারতের এসে ইতিমধ্যেই তিনটি চুক্তি ও তিনটি এম ও ইউ -এ স্বাক্ষরতা করেছেন। শনিবার ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার বিবৃতিতে এমনটাই জানা গিয়েছে।

ফুমিয়া কিশিদা জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। আর তার প্রথম বিদেশ সফরে তিনি গত শনিবার ভারতে এসেছেন তিনি। জাপানের প্রধানমন্ত্রী একটি উচ্চপদস্থ প্রতিনিধি দলকে নিয়ে শনিবার বিকেল ৩ টা ৪০ মিনিটে দিল্লিতে পৌঁছান। দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দীর্ঘ বৈঠকে বসেন কিশিদা।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপানের প্রধানমন্ত্রীকে নিয়ে একটি যৌথ বিবৃতি দেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, “ভারতে নিজেদের বিনিয়োগ বৃদ্ধি করতে চলেছে জাপান। আগামী পাঁচ বছরে ৩ লক্ষ ২৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তারা।” ভারতের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এর জন্য আগামী ৫ বছর এই বিনিয়োগ করতে চলেছে জাপান।

এছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি সংস্থা ভারতে আগামী কিছু বছরে বৈদ্যুতিক গাড়ি তৈরি করার জন্য প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে, এমনটাই জানিয়েছেন হর্ষবর্ধন শ্রিংলা। ভারতে বুলেট ট্রেন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতেও জাপান ভারতের সাহায্য করবে বলে জানা গিয়েছে।

এর সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়া কিশিদার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং চীনের দক্ষিণ চিন সাগরে অগ্রাসন নিয়ে আলোচনা হয়। এর সাথে সাথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান নিয়েও কথাবার্তা হয়েছে বলে জানা যাচ্ছে পিএমও সূত্রে।