পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- কয়েকটি প্রচার মঞ্চে রাখি সাওয়ান্ত জানিয়েছিলেন, বলিউডের কবি জাভেদ আখতার তাকে নিয়ে বায়োপিক বানাতে চলেছে। এই ব্যাপারে নাকি সব কথাবার্তা বলা শুরু হয়ে গিয়েছে। রাখি সাওয়ান্তকে নাকি তিনি বাড়িতে ডেকেছিলেন সিনেমার স্ক্রিপ্ট শোনানোর জন্য। কিন্তু করোনার জন্য এই বৈঠকটি আর হয়ে ওঠেনি।
বিতর্কিত অভিনেত্রীর এই কথায় বলিউডে আলোড়ন ফেলে। কিন্তু অনেকেই তার কথা বিশ্বাস করেননি। কারণ এর আগেও লাইম-লাইটের শীর্ষে আসার জন্য তিনি অনেক রকম ভুয়ো খবর রটিয়েছেন। কাজেই সবাই অপেক্ষায় ছিল কখন জাভেদ সাহেব আসল ব্যাপারটি ব্যক্ত করবেন।
জাভেদ আখতার নিজের অভিমত ব্যক্ত করে বলেন, কোন না কোন এক সময় রাখিকে নিয়ে বায়োপিক লেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। কাজেই রাখি যা বলেছে তা একেবারে মিথ্যে কথা না। বলিউডের এই কবি-এর মতে, কয়েক বছর আগে রাখি এবং তিনি একই সাথে প্লেনে সফর করছিলেন।
তখনই রাখির সাথে জাভেদ সাহেবের দেখা হয়। রাখি তার জীবন যুদ্ধের কথা – কিভাবে ছোট থেকে বড় হওয়া, বলিউডের কদম রাখা, নিজের নাম তৈরি করা ইত্যাদি সম্পর্কে নিজের ভিতরের কথা ব্যক্ত করেন। সেসব শুনে জাভেদজি-এর তাকে নিয়ে একটি বায়োপিক বানানোর ইচ্ছে হয়েছিল। এই ব্যাপারটি তিনি রাখিকেও জানিয়েছিলেন। কিন্তু তারপর এই ব্যাপারটি নিয়ে রাখির সঙ্গে আর কোনো কথা হয়নি বলে জানান তিনি।
রাখি সাওয়ান্ত মূলত নিজেকে প্রচারে রাখার জন্য এই সমস্ত মিথ্যে তথ্য মিডিয়ার সামনে তুলে ধরেন। বিগ বসের ঘরে গিয়ে তিনি বেশকিছু ভুয়ো তথ্য পেশ করে করেন। যার আদৌ কোনো সত্যতা নেই। এই ভাবেই নিজেকে লাইম লাইটে রেখে তিনি বিগবসের ফাইনাল অব্দি পৌঁছেছিলেন। কিন্তু শেষমেশ ট্রফি যেতে অন্য একজন।