পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ কালার্স টিভির অত্যন্ত জনপ্রিয় একটি রিয়ালিটি শো হলো ‘ঝালাক দিখলা জা’। দর্শকদের কাছ থেকে এই রিয়ালিটি শো-টি এতটাই সাড়া পেয়েছিল যে, সিজন ১ থেকে পৌঁছেছে সিজন ১০-এ। ২০২২ এ ২৭শে নভেম্বর অর্থাৎ রবিবার ‘ঝালাক’-এর সিজন ১০ গ্র্যান্ড ফিনালে সম্পন্ন হয়েছে।
এবারে যে সমস্ত অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে কেউই কোন অংশে কম ছিলেন না। একে অপরকে সমানতালে টক্কর দিয়ে গেছেন গোটা সিজন জুড়ে। এর ফলে কাউকে বাদ দেওয়া অথবা তার মধ্যে কাউকে পরবর্তী রাউন্ডের জন্য বেছে নেওয়াটা খুবই কঠিন হয়ে পড়েছিল বিচারকদের জন্য।
সব বাধা পেরিয়ে অবশেষে তিনজন অসাধারণ প্রতিযোগী ফাইনালে ওঠেন। যার মধ্যে একজন হলেন টেলিভিশনে হিন্দি সিরিয়ালের বিখ্যাত মুখ রুবিনা দিলাইক, দ্বিতীয়জন হলেন সোশ্যাল মিডিয়ার সেন্সেশন তথা যুবতীদের অত্যন্ত প্রিয় ফেইজল শেখ এবং তৃতীয় জন হলেন অসমের গুঞ্জন সিনহা।
এই তিনের মধ্যে একজনকে বাছাই করা অত্যন্ত কঠিন একটি কাজ হয়ে পরেছিল সকলের কাছে। বিচারকদের বিচার ও দর্শকদের পছন্দে অবশেষে রুবিনা এবং ফেজলকে পেছনে ফেলে ‘ঝালাক দিখলা জা’ সিজন ১০-এর বিজয়ী হলেন অসমের গুঞ্জন সিনহা।
২০১৪ সালে গুঞ্জন সিনহা অসমের গুহাটিতে জন্মগ্রহণ করেন। তার বাবা রনধীর সিনহা, একজন খ্যাতনামা পুলিশ অফিসার। গুঞ্জন-এর প্রথম টেলিভিশনে পা রাখা ‘ডান্স দিওয়ানে সিজন ৩’ দিয়ে। যদিও সেই সিজনে তিনি বিজয়ী হতে অক্ষম হয়েছিলেন। অবশেষে সেই অপূর্ন স্বপ্ন পূরণ হয় ‘ঝালাক দিখলা জা’ সিজন ১০-এর মঞ্চে। বিজয়ী হিসেবে তিনি ট্রফি সহ নগদ ২০ লক্ষ টাকা পুরস্কার পান।