মমতা ব্যানার্জি, mamata banerjee, শীতলকুচি, sitolkuchi
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ভোট পরবর্তী হিংসা নিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শাসকদলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এসেছে ভোট-পরবর্তী হিংসার। এই প্রসঙ্গ নিয়ে আজ নবান্ন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “রাজনৈতিক হিংসায় কোন মৃত্যু কাম্য নয়। হিংসা রুখতে প্রশাসনকে সব রকমের ব্যবস্থা নিতে বলে দেওয়া হয়েছে। রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে।”

এছাড়া শীতলকুচি নিয়ে আলাদা করে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, চতুর্থ দফার ভোট গ্রহণের দিন কোচবিহারের শীতলকুচি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল চারজনের। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ওই চারটি পরিবারের সদস্যকে রাজ্য সরকারের তরফ থেকে চাকরি দেওয়া হবে। তাছাড়া মুখ্যমন্ত্রী হওয়ার পর কোচবিহারের এসপিকে আগেই সাসপেন্ড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়া ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের পরে কিছু অশান্তি হয়। আমরা ব্ল্যাক স্পট গুলিকে চিহ্নিত করেছি এবং সেগুলিতে আমরা যথাযথ ব্যবস্থা নেবো। তাছাড়া ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্র থেকে ইতিমধ্যে একটি টিম বাংলায় পাঠানো হয়েছে। এ বিষয় নিয়ে মমতা ব্যানার্জি একেবারেই খুশি হননি। তিনি বলেন একটা সরকারের মাত্র ২৪ ঘন্টা সময় হয়েছে। এর মধ্যেই কেন্দ্রীয় টিম পাঠিয়ে দিলেন ? বিজেপিকে জনতার রায় মানতে হবে, হার মেনে নিন।

এছাড়া আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের নিচুতলার কর্মীদের সতর্ক করেন। তিনি বলেন, আমি আমার ছেলেদের বলবো গন্ডগোলে না যেতে। গন্ডগোল করলে কাউকে ক্ষমা করব না।