joe biden, kamala harris
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিজের স্ত্রী বানালেন জো বাইডেন | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্টেরও যে ভুল হতে পারে তা সম্প্রতি একটি ভিডিওতে প্রমাণ হয়েছে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ভুলবশত ‘ফার্স্ট লেডি’ বলে সম্বোধন করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে নিজের ভুল বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজেকে সংশোধন করে নেন তিনি।

হোয়াইট হাউসে ইক্যুয়াল পে দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ভুল করে বসেন মার্কিন প্রেসিডেন্ট। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ভাইস প্রেসিডেন্ট কেন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তারই ব্যাখ্যা দিতে গিয়ে ‘ফার্স্ট লেডি’ শব্দটি বেরিয়ে আসে মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে। যার ফলে ওই অনুস্থানে হাসির খোরাক হয়ে ওঠেন জো বাইডেন।

তিনি ওই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বলেন, “মঞ্চে আসনের ক্ষেত্রে কিছু রদবদল করা হয়েছে। কারণ, ফার্স্ট লেডির স্বামী করোনা সংক্রমিত হয়েছেন।” এ কথা বলার পরবর্তীতে তিনি তার ভুল ধরতে পারেন। কিন্তু তার মধ্যে হাসিতে ফেটে পড়েন সেখানে উপস্থিত সদস্যরা। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যে কয়েকজন জানিয়েছেন, “ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যদি ফার্স্ট লেডি হয় তাহলে তো আপনি করোনায় আক্রান্ত।”

এরপর মার্কিন প্রেসিডেন্ট হেসে তার জবাব দেন, ” আপনারা ঠিকই বলেছেন।” এরপর তিনি নিজের ভুল শুধরে বলেন, “সেকেন্ড লেডি সুস্থই আছেন। ফার্স্ট জেন্টলম্যান করোনা আক্রান্ত।” এরপর তিনি প্রশ্ন করে বলেন, “এবার ঠিক আছে?”

উল্লেখ্য, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডুগ এমহফ চলতি সপ্তাহের শুরুতেই করনা আক্রান্ত হয়েছেন। একথা কমলা হ্যারিস নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, “ডুগ এমহফ করোনায় আক্রান্ত হয়েছেন আজ। এমহফ ভালো আছেন এবং আমরা কৃতজ্ঞ যে ভ্যাকসিন পেয়েছি এবং বুস্টার ডোজও পেয়েছি।। আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে এবং আবারও টেস্ট করাতে হবে। আপনার করোনা না হয়ে থাকলে দয়া করে টিকাকরণ ও বুস্টার ডোজ নিয়ে নিন।”

মার্কিন প্রেসিডেন্ট এই প্রথমবার ভুল করলেন তা নয়। মাঝে মধ্যেই তিনি হাসির খোরাক হয়ে ওঠেন। গত কয়েকদিন আগেই ইউক্রেন সম্পর্কে বলতে গিয়ে ইউক্রেনকে ইরানিয়ান বলে ফেলেছিলে। মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া ও ইউক্রেন আক্রমণের নিন্দা জানিয়ে বলেন, “ভ্লাদিমির পুতিন কিয়েভকে ট্যাঙ্ক দিয়ে ঘিরে ফেলতে পারেন, কিন্তু তিনি ইরানের মানুষের হৃদয় ও আত্মা জয় করতে পারবেন না।” মাঝেমধ্যেই এমন ভুল করে থাকে জো বাইডেন। এর আগেও তিনি একবার ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে “প্রেসিডেন্ট” বলে সম্বোধন করেছেন।