nadia, jungle safari, new tourist place in west bengal, নদীয়া, জঙ্গল সাফারি, পশ্চিমবঙ্গের নতুন পর্যটন কেন্দ্র
এবার স্বল্প খরচে জঙ্গল সাফারি, বন-ফায়ার এবং তাবুতে রাত্রিবাস! নদীয়াতে নয়া পর্যটনকেন্দ্র

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বাংলার মানুষ বরাবরই ভ্রমণ-প্রেমী। শীতের মৌসুম হোক অথবা গরম, ছুটি কাটানোর জন্য রাজ্যবাসী ছুটে যান বিভিন্ন স্থানে। আর তাই পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় তৈরি হতে চলেছে একটি নতুন পর্যটন কেন্দ্র, যেখানে এবার থেকে করা যাবে জঙ্গল সাফারি।

পশ্চিমবঙ্গের মানুষ যদি নিজের রাজ্যের জঙ্গল সাফারি করতে চান তাহলে তাকে যেতে হবে সেই জলদাপাড়ায়। কিন্তু সেখানে যেতে অনেক আগে থেকেই বিভিন্ন পরিকল্পনা করতে হবে তার সাথে রয়েছে মোটা টাকার খরচের চিন্তা। সেই কারণে অনেক সময় ইচ্ছে থাকলেও অর্থের অভাবে অনেকেরই জঙ্গল সাফারি করা হয়ে ওঠে না।

তবে এবার আর চিন্তা করার কোনো কারণ নেই। এবার হাতের নাগালেই পাওয়া যাবে জঙ্গল সাফারির আমেজ। ঘন জঙ্গলে রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে পারবেন পর্যটকরা। জঙ্গলের ভিতরে রাত্রিবাস করার ইচ্ছেও পূরণ হবে তাদের।

জানা গিয়েছে যে, নদীয়া জেলায় একটি নতুন পর্যটক কেন্দ্র তৈরি হতে চলেছে। সেখানকার জঙ্গলেই পাওয়া যাবে এই সমস্ত সুযোগ সুবিধা। কৃষ্ণনগর সংলগ্ন বাহাদুরপুর জঙ্গলে এবার থেকে পাওয়া যাবে সেইসব সুযোগ সুবিধা। এর সাথে বাড়বে অনেক কর্মসংস্থান, আশা করছেন প্রশাসন।

বনদপ্তর আরো জানিয়েছে যে, বাহাদুরপুর জঙ্গলে রাত্রে থাকার জন্য ছোট ছোট কাঠের তাবু তৈরি করা হবে। বন-ফায়ারের ব্যবস্থাও থাকবে তার সাথে। জঙ্গলে গাইড এবং নাইট ওয়াকারের ব্যবস্থাও করা হবে। এখানে কাজে নিয়োগের জন্য আশেপাশের গ্রামের লোকজনদের বাড়তি গুরুত্ব দেওয়া হবে।

সূত্রের খবর, এই জানুয়ারি মাসের শেষ দিকেই বাহাদুরপুর জঙ্গল ঘিরে এই পর্যটন কেন্দ্রের চূড়ান্ত অনুমোদন হাতে পাওয়া যেতে পারে। অনুমোদন পাওয়ার পর ফেব্রুয়ারি মাস থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ।