murder, ৮ মাসের কন্যা সন্তানকে মায়ের কোল থেকে ছিনিয়ে মাটিতে ছুড়ে ফেলে হত্যা করলো কাকিমা, ৮ মাসের কন্যা সন্তান
৮ মাসের কন্যা সন্তানকে মায়ের কোল থেকে ছিনিয়ে মাটিতে ছুড়ে ফেলে হত্যা করলো কাকিমা | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ রাজারহাটের জয়গাছিতে ঘটে গেল একটি অভাবনীয় দুর্ঘটনা। পারিবারিক অশান্তির জেরে প্রাণ হারাল ৮ মাসের শিশু কন্যা নুরজাহান। শিশু কন্যার কাকিমা ইয়াসমিনের উপর উঠছে অভিযোগের তির। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে জয়গাছি এলাকা।

ইয়াসমিনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার রাত্রে দুই জা-এর মধ্যে শুরু হয়েছিল ঝামেলা। কিছুক্ষণের মধ্যে ঝামেলা পৌঁছে যায় চরমে। কাকিমা ইয়াসমিন নিজের রাগ সংযত না করতে পেরে শিশুকন্যাকে তার মায়ের হাত থেকে ছিনিয়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলে দেয়। মাটিতে পড়ে যাওয়ার সাথেসাথে চিৎকার করে কাঁদতে শুরু করে শিশু কন্যা নুরজাহান খাতুন। তাৎক্ষণিক তার মা বাচ্চাটাকে কোলে তুলে নেয় এবং শান্ত করার চেষ্টা করে। তারপরই ঝামেলা পৌঁছে যায় চরমে।

রাজারহাট থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলে ঝামেলা কিছুটা কমে। তখন নুরজাহান খাতুন এর শারীরিক অবস্থার কোন অবনতি ঘটেনি এমনকি কোনও সমস্যাও বুঝতে পারেনি তার বাবা-মা। রাতে তাকে খেলা করতেও দেখা গেছে বলে জানিয়েছেন তার মা। কিন্তু শনিবার সকালে তার মা ডাকাডাকি করলেও ঘুম থেকে ওঠেনি নুরজাহান খাতুন।

অচেতন সন্তানকে কোলে নিয়ে হতভম্ব হয়ে পড়েন শিশুটির মা। তারপর নুরজাহানকে নিয়ে যাওয়া হয় রিক জওয়ানি হাসপাতালে, তবে ওই হাসপাতালের চিকিৎসকরা নুরজাহানকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি শুনে ক্ষোভে ফেটে পড়ে প্রতিবেশীরা। এই খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশের সামনেই ইয়াসমিন বেগমকে মারধর করতে শুরু করে প্রতিবেশীরা।

প্রতিবেশী বাড়িওয়ালা মোহাম্মদ আলী, তিনি জানিয়েছেন নুরজাহানের মায়ের সাথে প্রায়ই তার কাকিমার ঝামেলা লেগেই থাকে। মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝগড়া হয়। তবে এই অশান্তিতে নিষ্পাপ ৮ মাসের শিশু কন্যার প্রান হারাতে হবে সেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি। অন্য দিনগুলোর মতো সেদিনও দুই জা-এর মধ্যে লেগে যায় ঝামেলা। ঝামেলার মধ্যে কাকিমা রাগের মাথায় মায়ের হাত থেকে ৮ মাসের ছোট্ট কন্যা শিশুকে ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলে দেয় মাটিতে। ঘটনাটি দেখে হকচকিয়ে যায় প্রতিবেশীরা।

শিশু কন্যার মা খুনের অভিযোগ তোলে কাকিমা ইয়াসমিন বেগমের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের সামনেই প্রতিবেশীরা ইয়াসমিন বেগমকে মারধোর করে। এই মামলায় পাঁচজনকে আটক করে পুলিশ। সেই পাঁচজন হলেন, কাকিমা ইয়াসমিন বেগম এবং ইয়াসমিন -এর মা ও তার তিন বোন। এই মুহূর্তে পাঁচজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কি কারণে এই বিবাদ? বাচ্চাটিকে কেন ছুড়ে ফেলা হল? এ বিষয়ে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রাজারহাট থানার পুলিশ।