পশ্চিমবঙ্গ ডেস্কঃ সকাল থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। রীতিমতো বাংলার মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে। বঙ্গে বৃষ্টি একটু হলেও তাপমাত্রার পারদ উঠেছে চরমে। তবে স্বস্তি দেবে কালবৈশাখী, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টার মধ্যে হতে পারে বৃষ্টি। তবে আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী বঙ্গ জুড়ে বৃষ্টি নয়। উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টির সাথে সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ কোনরকম বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দার্জিলিং ও কালিম্পং বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে।
দক্ষিণবঙ্গের আকাশে তেমন কোনো বিভ্রান্তি দেখা যায়নি বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে আগামীকাল ২২ শে এপ্রিল দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আজকের (Weather) আবহাওয়াঃ
আজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির কাছাকাছি এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির কাছাকাছি। আজ বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৫ শতাংশ।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে, পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে এবং তাদের মধ্যে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া এই জেলাগুলির নাম উঠে এসেছে। এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।