kangana ranaut, bollywood actress, কঙ্গনা রাওয়াত
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানায় নিয়ে একাধিক বার বিস্ফোরক মূলক মন্তব্য করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাওয়াত। উস্কানি মূলক মন্তব্যের জেরে সাসপেন্ড করা হলো কঙ্গনা রাওয়াত টুইটার একাউন্ট।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার আগে থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ঘিরে তীব্র আক্রমণ করলেন কঙ্গনা রাওয়াত। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ‘গুন্ডা’ ও ‘দানব’ বলেও আক্রমণ করেছেন বলিউড কুইন। একের পর এক টুইট করে আক্রমণ করতে থাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার জেরেই সাসপেন্ড হয়ে যায় তার একাউন্ট।

নির্বাচনের ফলাফল ঘোষণার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা নিয়ে টুইট করেন কঙ্গনা রাওয়াত। রীতিমতো তিনি বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেন। তিনি টুইট করে লেখেন, “বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সবথেকে বড় শক্তি। ট্রেন্ড থেকেই বোঝা যাচ্ছে হিন্দুরা আর ওখানে সংখ‍্যা গরিষ্ঠতায় নেই। আর তথ‍্য অনুযায়ী বাঙালি মুসলিমরা গোটা ভারতের মধ‍্যে সবথেকে বেশি দরিদ্র ও বঞ্চিত। ভাল, আরো একটা কাশ্মীর তৈরি হচ্ছে।”

এখানেই থেমে থাকেননি বলিউড অভিনেত্রী। ভোট-পরবর্তী হিংসার ছবি আগে থেকেই তুলে ধরে তিনি টুইটারে লিখেছিলেন, “আগামী দিনে বাংলায় রক্তস্নান হবে। সরকার হেরে যাওয়ার ভয়ে রক্ত পিপাসু হয়ে উঠবে।” এছাড়াও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর কাছে নিরাপত্তার দাবি চেয়ে টুইট করেন।

এরপর নির্বাচনী ফল প্রকাশ হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কে ঘিরে আপত্তিজনক মন্তব্য করেন কঙ্গনা। তবে অভিনেত্রীর মুখে তৃণমূল নেত্রীর প্রশংসা ও দেখা গিয়েছিল। তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে শক্তিশালী রাবণের সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু শক্তিশালী রাবণের সঙ্গে তুলনা করার পর তিনি মঙ্গলবার মত পাল্টে অভিনেত্রী লেখেন, রাবণের সঙ্গে তার তুলনা করা ঠিক হয়নি।

বীরভূমের নানুরের ভোট-পরবর্তী হিংসায় বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহর কাছে নিরাপত্তা দাবি চেয়ে লেখেন, “বিজেপি কর্মীদের ওপর প্রতিশোধ নিতে চেষ্টা করা ক্ষিপ্ত জনতার হাত থেকে বাঁচাতে একটি নির্দিষ্ট ধর্মের মানুষ মাঠে নেমে এসেছে।”

এই পরিপেক্ষিতে কঙ্কণা পাল্টা টুইট করে লেখেন, “এটা ভয়ঙ্কর। গুন্ডাগিরি মেরে ফেলার জন্য আমাদের সুপার গুন্ডাগিরির প্রয়োজন। তাকে দমন করার জন্য দয়া করে ২০০০ সালের প্রথম দিকের বিরাট রুপটা দেখান মোদিজী।” বলিউড অভিনেত্রী কঙ্গনা রাওয়াত এর এমন মন্তব্য বাংলার মানুষকে উস্কানি দিচ্ছে এবং অশান্তি ছড়াচ্ছে এমন অভিযোগে সাসপেন্ড করা হয়েছে কঙ্গনা রাওয়াত এর একাউন্ট।

বলিউড অভিনেত্রী বাংলায় হিংসা ও অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের আইনজীবী সমিতি চৌধুরী। তার দাবি, বিজেপিকে সমর্থন জানাতে গিয়ে বাংলার মানুষের মধ্যে বিভেদ তৈরি করছেন কঙ্গনা রাওয়াত।

আজ মঙ্গলবার মেইল করে অভিযোগ জানালেন আইনজীবী সুমিত চৌধুরী। তিনি জানিয়েছেন, “বাঙালি এবং বাংলার বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন কঙ্গনা রাওয়াত। বিজেপির পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে অশান্তি ছড়াতে চাইছেন তিনি। বাংলার আইন-শৃংখলার ভারসাম্য নষ্ট করতে এনআরসি এবং সিএএ-এর সমর্থনে কথা বলে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন অভিনেত্রী কঙ্গনা।”