পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এবারে করোনা আক্রান্ত বলিউড সুপারস্টার ক্যাটরিনা কাইফ। নিজেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে জানান অভিনেত্রী। একের পর এক বলিউডের অভিনেতা এবং অভিনেত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। রনবীর কাপুর থেকে আলিয়া ভাট। ভূমি পেডনেকর থেকে ভিকি কৌশল এমনকি খিলাড়ি কুমার এবং গোবিন্দাও বাদ যায়নি করোনা ভাইরাসের আক্রমণ থেকে।
Actor Katrina Kaif tests positive for #COVID19; she is under home quarantine.
(File photo) pic.twitter.com/EEZi1sgg2S
— ANI (@ANI) April 6, 2021
গতকাল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের করোনা পজেটিভ হবার খবর সকলের সাথে শেয়ার করেন ক্যাটরিনা কাইফের বয়ফ্রেন্ড ভিকি কৌশল। তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন,”করোনার সব নিয়ম মেনে চলার পরও কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। নিজেকে আইসোলেশানে রেখেছি। যারা এর মধ্যে আমার কাছাকাছি এসেছেন তারা দ্রুত টেস্ট করান।”
নিজের করোনা আক্রান্ত হবের খবর সকলকে জানিয়ে ভূমি জানান, “স্টিম, ভিটামিন সি খাবার আর সবসময় খুশি থাকাটাই এখন আমার কাজ।” তিনি আরও লেখেন,” মাস্ক পরুন, হাত সবসময় ধুতে থাকুন, সামাজিক দুরত্ব বিধি মেনে চলুন।”
অন্যদিকে নিজের করোনা আক্রান্ত হবার কথা জানিয়ে অক্ষয় কুমার টুইট করেন যে, “শুভ কামনা এবং প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ। মনে হচ্ছে প্রার্থনা কাজ করছে, আমি ভালোই আছি। তবে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি। শীঘ্রই বাড়ি ফিরতে পারবো বলে মনে করছি। সবাই ভালো থাকবেন।”