Arvind Kejriwal, ভারতীয় নোটে থাকুক দেবদেবীর ছবি, AAP, narendra modi, PM, BJP
"১৩০ কোটি মানুষের ইচ্ছা, নোটে থাকুক দেবদেবীর ছবি," মোদিকে চিঠি কেজরিয়ালের | চিত্র - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ভারতীয় নোটে দেবীর লক্ষ্মী ও গণেশের ছবি ছাপানো হোক, কেন্দ্রের কাছে এমন দাবি করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল। তারপর এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে গোটা দেশ জুড়ে। হাজারো সমালোচনার পর নিজের দাবিতে অটল রইলেন দিল্লির মুখ্যমন্ত্রী। “দেশের ১৩০ কোটি মানুষের ইচ্ছা, ভারতীয় নোটে থাকুক দেবদেবীর ছবি,” ফের এমন দাবি জানিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

আজ শুক্রবার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল টুইটারে একটি টুইট করেন। ওই টুইটে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া চিঠিটি তুলে ধরে লিখেছেন, ”আমি প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছি। ১৩০ কোটি ভারতীয়ের পক্ষ থেকে তাঁকে অনুরোধ করেছি যে, ভারতীয় মুদ্রার নোটে মহাত্মা গান্ধীর ছবি ছাড়াও লক্ষ্মী-গণেশের ছবি থাকা উচিত।”

উল্লেখ্য, গত বুধবার দীপাবলি উৎসবের মধ্য দিয়ে ধনতেরাসের দিন তিনি কেন্দ্রের কাছে ভারতীয় নোটে দেবী লক্ষী ও গণেশের ছবি ছাপার আর্জি জানান। তিনি বলেন, নতুন টাকায় লক্ষ্মী গণেশের ছবি ছাপানো হোক। ভারতীয় নোটে দেবদেবীর ছবি থাকলে। দেশে আর্থিক স্থিরতা আসবে বলে তার দাবি। এ বিষয়ে আপ সুপ্রিমো বলেন, “এ কথা ঠিক যে অর্থনীতি শুধরোতে গেলে নাগরিকদের পরিশ্রম করতে হবে। কিন্তু একই সঙ্গে আমাদের ঈশ্বরের আশীর্বাদও প্রয়োজন। তাহলেই আমাদের চেষ্টার ফল মিলবে।”

আপ সুপ্রিমোর দাবি, দেশের ১৩০ কোটি মানুষও চাইছে ভারতীয় মুদ্রায় দেব দেবীর ছবি থাকুক। তাই এই প্রস্তাব দ্রুত কার্যকর হোক বলে দাবি জানিয়েছেন কেজরিওয়াল। নতুন নোট ছাপানো নিয়ে তিনি বলেন, রাতারাতি সব নোট বদলে ফেলতে চাইছি না। রিজার্ভ ব্যাংক থেকে প্রতি মাসে যে নতুন নোটগুলি ছাপা হয় সেগুলিতে লক্ষ্মী গণেশের ছবি ছাপা হোক। তবে আপ সুপ্রিমোর গলায় এমন সুর সঠিকভাবে নিতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা। অনেকের মতে, আগামী কয়েক মাসের মধ্যে গুজরাটে নির্বাচন। আর সেই কারণে বিজেপিকে চাপে ফেলতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে আপ।

অন্যদিকে কেজরিওয়ালের এমন দাবিকে কেন্দ্র করে মহারাষ্ট্রের এক বিজেপি নেতা ভারতীয় নোটে ছত্রপতি শিবাজীর ছবি চাই বলে দাবি জানিয়েছেন। এখানেই শেষ নয়, আরেক বিজেপি নেতা রাম কদম দাবি জানিয়েছেন, ভারতীয় টাকার নোটে শিবাজী মহারাজ, আম্বেদকর, ভি ডি সাভারকর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রাখতে হবে।” অন্যদিকে অখিল ভারত হিন্দু মহাসভা, ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর বদলে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ছাপানোর আর্জি জানিয়েছে।