পশ্চিমবঙ্গ ডেস্কঃ ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এর বাসভবনে হামলা। অভিযোগের তীর বিজেপির দিকে। আম আদমি পার্টির অভিযোগ, আজ বুধবার দিন দুপুরে কেজরিওয়ালের বাসভবনে হামলা চালায় বিজেপির দুষ্কৃতীরা। রীতিমতো ভেঙে চুরমার করে দিয়েছে সিসিটিভি ক্যামেরা সহ নিরাপত্তারক্ষীর ব্যারিকেড।
কেজরিওয়ালের বাসভবনে কেনই বা বিজেপি হামলা চালাবে? জানিয়ে রাখি, ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে দিল্লি বিধানসভায় দাঁড়িয়ে ছবির প্রযোজক বিবেক অগ্নিহোত্রী কে তীব্র কটাক্ষ করেছিলেন কেজরিওয়াল। সেদিন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, “৮ বছর দেশের প্রধানমন্ত্রী থাকার পরেও ভোট পাওয়ার জন্য মোদিকে শেষ পর্যন্ত বিবেক অগ্নিহোত্রীর শরণাপন্ন হতে হচ্ছে!”
এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী বলেছিলেন, “কাশ্মীরি পণ্ডিতদের নাম করে কোটি কোটি টাকা রোজগার করছেন অনেকে। আর বিজেপি বিবেক অগ্নিহোত্রীর হয়ে পোস্টার লাগানোর কাজ করছে! তাও একটি মিথ্যা ছবির!” দিল্লির বিধানসভায় দাঁড়িয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটিকে মিথ্যা ছবি বলার জন্য কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেজরিওয়াল সরকারের এই মন্তব্যে অনেকেই জানিয়েছেন, “দ্য কাশ্মীর ফাইলস” ছবি নিয়ে যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রী রসিকতা করেছেন, সেটা হিন্দুদের অপমান ছাড়া আর কিছুই নয়।
‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি মিথ্যা মন্তব্য করায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে হামলা করে বিজেপি, এমনটাই দাবি আপের। আম আদমি পার্টির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে লেখা হয়েছে, “সিএম কেজরিওয়ালের বাড়িতে বিজেপি আক্রমণ করেছে! নিরাপত্তা বাধা ভেঙেছে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে বিজেপির দিল্লি পুলিশের পূর্ণ সমর্থনে। সবই কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের দাবিতে?”
এছাড়াও আম আদমি পার্টির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া টুইট করে লিখেছেন, দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের-এর বাড়িতে হামলা করে অসামাজিক কাজের নমুনাকে স্পষ্ট করেছে বিজেপি। ওরা সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তার বাধা ভেঙে দিয়েছে। গেটের মূল বাধাও ভেঙে গিয়েছে।”