mamata banerjee, tmc, election commission of india, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা, টিএমসি
ছবিঃ ফেসবুক

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ ২৭ শে মার্চ বঙ্গে প্রথম দফার ভোট। এই দিনেই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর ভিসা পাসপোর্ট বাতিল করার দাবি জানালেন। খড়গপুরের জনসভা থেকে কটাক্ষ মমতার।

গতকাল ২৬ শে মার্চ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে গিয়েছিলেন। পশ্চিমবঙ্গে নির্বাচন চলাকালীন বিদেশ ভ্রমণে গিয়ে বিশেষ সম্প্রদায়ের মানুষের কথা বলেছেন তিনি। খড়গপুরের ওই জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, ‘বঙ্গে ভোট চলাকালীন তিনি বাংলাদেশে মাতুয়া সম্প্রদায়দের নিয়ে কথা বলেছেন। বাংলাদেশে তিনি যে সম্প্রদায়ের নিয়ে কথা বলেছেন তারা এখানে ভোট দেবে’।

মমতা বন্দপাধ্যায়, নরেন্দ্র মোদী, cancellation of 'Modi's passport visa'
ছবিঃ ফেসবুক

তৃণমূল নেত্রী জানিয়েছেন, এই ঘটনা নিয়ে আমি নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। এছাড়াও তিনি দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির পাসপোর্ট ভিসা বাতিল করার দাবি জানিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী কে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘তুমি যখন আমেরিকায় গিয়ে ট্রাম্পের হয়ে সভা করো। তখন আইন ভঙ্গ হয় না? বঙ্গে অন্যকেও করলেই দোষ?’

তৃণমূল নেত্রী ২০১৯ এর লোকসভা নির্বাচনের কথা তুলে ধরলেন, তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, আমাদের একটি র‍্যালিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস অংশ নিয়েছিলেন। বাংলার মানুষ ভালবাসেন বলেই অংশ নিয়েছিলেন তিনি। আমাদের পশ্চিমবঙ্গের অভিনেতা এবং বাংলাদেশের অভিনেতারা একই সঙ্গে মিলেমিশে কাজ করেন। তাতে খারাপ লাগার কিছু নেই বরঞ্চ আরও সুসম্পর্ক বজায় থাকে। কিন্তু বিজেপির সেটা পছন্দ হলো না। গেরুয়া বাহিনী সোজা গিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় এবং ফিরদৌসের পাসপোর্ট ভিসা বাতিল করে দেওয়া হয়।

তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, উনি বাংলাদেশ গিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষের হয়ে কথা বলেছেন। দেশের প্রধানমন্ত্রী যাদের নিয়ে বাংলাদেশে কথা বলেছেন তারা পশ্চিমবঙ্গেও ভোট দেবে। বাহির রাষ্ট্রে গিয়ে ভোট প্রচার। এটা নির্বাচনের বিধি ভঙ্গ করে। খড়গপুরের সভা থেকে কটাক্ষ করে জানান, এই উদ্দেশ্যেই তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাসপোর্ট ভিসা বাতিল করার দাবি জানান।