সিবিআই, বগটুই, কলকাতা হাইকোর্ট
রামপুরহাটের বগটুই গনহত্যার কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বগটুই হত্যাকাণ্ডে নতুন মোড়। এবার তদন্ত করবে সিবিআই, এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে সিবিআই তদন্ত করবে কলকাতা হাইকোর্টের নজরদারিতে।

আজ বগটুই গণহত্যাকাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানি হয়। এই শুনানির সময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যে তরফ থেকে তৈরি করা স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিটের তদন্তে সন্তুষ্ট হননি। তাই এই হত্যাকাণ্ডের তদন্তের ভার কলকাতা হাইকোর্ট তাদেরই নজরদারিতে এবার তুলে দিল সিবিআইয়ের হাতে।

বগটুই গণহত্যা কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশ, “ঘটনার সবটা শুনেছি। এই ঘটনার সত্য উদঘাটন সিবিআই করবে। সত্য উদঘাটনের প্রয়োজন আছে। ন্যায়বিচারের স্বার্থে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হল।”

এছাড়া কলকাতা হাইকোর্টের আরও নির্দেশ দিয়েছে যে “সবাইকে সহযোগিতা করতে হবে। সিবিআই তদন্ত করে হাইকোর্টকে এই ঘটনার রিপোর্ট দেবে। আর তদন্ত করতে পারবে না রাজ্য তরফ থেকে তৈরি করা স্পেশাল ইনভেস্টিগেশন টিম। শুধু কাগজপত্র নয়, অভিযুক্তদেরও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে।”

হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী শিবিরের নেতারা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন “আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আগামী দিনে সিবিআই তদন্তের মাধ্যমে এই ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকা নেতারা গারোদের পিছনে যাবেন।” এর সাথে সাথে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন “হাইকোর্টের নির্দেশ কে স্বাগত জানাচ্ছি।”