পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক: উচ্চ প্রাথমিকে বড় জয় পেল রাজ্য। আজ উচ্চ প্রাথমিক মামলায় রাজ্য সরকারের নিয়োগের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাড়পত্র দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে অসন্তুষ্ট চাকরিপ্রার্থীদের কথা শুনতে হবে স্কুল সার্ভিস কমিশনকে, সেটাও পরিস্কার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
প্রসঙ্গত, এর আগে এই মামলায় হাইকোর্টের তরফ থেকে স্কুল সার্ভিস কমিশনকে জানানো হয়েছিল যে পরীক্ষার্থীদের নাম সহ নতুন ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে। আদালতের নির্দেশ অনুসারে, আজ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ SSC আদালতের নির্দেশ মেনে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করায় সন্তুষ্ট হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার সাথে সাথে উচ্চ প্রাথমিকে নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার করে তিনি।
অসন্তুষ্ট চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে এদিন হাইকোর্টের বিচারপতি অভিজিৎগঙ্গোপাধ্যায় জানান, অসন্তুষ্ট চাকরিপ্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের কাছে আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের অভিযোগ জানাতে পারবেন।
কমিশনের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট না হলে ফের আদালতের কাছে আবেদন করতে পারবেন তারা। অসন্তুষ্ট চাকরিপ্রার্থীদের আবেদন খতিয়ে দেখার জন্য স্কুল সার্ভিস কমিশনকে সময় দেওয়া হয়েছে ১০ সপ্তাহের।
চাকরিপ্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখার জন্য দায়িত্ব পালন করবেন সচিব পর্যায়ের একজন আধিকারিক। প্রত্যেক অভিযোগকারীকে ডেকে শুনানি করতে হবে তাকে, এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট।