পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বাংলাদেশের তরুণ সুপারস্টার লিটন দাস এবং অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে আইপিএল অকশন থেকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। প্রথম রাউন্ডে এই দুই ক্রিকেটার অবিক্রিত থাকলেও দ্বিতীয় রাউন্ডে এই দুই ক্রিকেটারকে নিজেদের দলে তুলল কেকেআর বাহিনী।
সাবেক টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত ফর্মে ছিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক লিটন দাস। এছাড়া সাকিব আল হাসানের কলকাতায় ফেরায় কেকেআর দলের ব্যালেন্স আরো ভালো হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
সাকিব আল হাসান এবং লিটন দাসকে ছাড়া কলকাতা নাইট রাইডার্স সুয়াস শর্মা, বৈভব অরোরা, এন জগদীশন, ডেভিড উইসে, কেজরোলিয়া এবং মন্দীপ সিংহ দলে নিয়েছে। গতবছর কলকাতা আইপিএলের প্লে-অফে না পৌঁছাতে পারলেও এবছর শ্রেয়াস আইয়ার এর নেতৃত্বে ফের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে তারা।
গতবছরের দলে খামতিকে পূরণ করতে সাকিব আল হাসান এবং লিটন দাসকে ব্যবহার করতে চাইছে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। প্রসঙ্গত, এর আগে দু’বার কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আর প্রত্যেকবারই তাদের দলে ছিল বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব আল হাসানের ন্যূনতম মূল্য ভারতীয় মুদ্রায় দেড় কোটি টাকা এবং লিটন দাসের এর নূন্যতম মূল্য ভারতীয় মুদ্রায় ৫০ লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটারকে দলে নিল কেকেআর।