ফিরহাদ হাকিম, সিবিআই, হাইকোর্ট, narada
ছবি - সংগৃহীত

কলকাতাঃ- প্রেসিডেন্সি জেল থেকে বাড়ি ফিরলেন কলকাতার মেয়র তথা তৃণমূল কংগ্রেস এর বরিষ্ঠ নেতা ফিরহাদ হাকিম। নারদা কান্ডের গ্রেপ্তার চার নেতার আজ জামিন মঞ্জুর না হলেও বাড়িতে গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত তৃণমূলের চার নেতাকে গত ১৭ ই মে সিবিআই এর তরফ থেকে নিজাম প্যালেসে নিয়ে গিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের পর বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। এমনকি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সিবিআই এর অফিসে গিয়ে নিজেকে গ্রেপ্তার করার জন্য সিবিআই কর্তাদের কাছে বলতে থাকেন। ঐদিন দীর্ঘ ৬ ঘণ্টা সিবিআই দপ্তরেই ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

তবে তাতে কোনো লাভ হয়নি। প্রথমে নিম্ন আদালত থেকে ওই চারজন নেতার জামিন মঞ্জুর হলেও কলকাতা হাইকোর্ট তার ওপর স্থগিতাদেশ জারি করে। তারপর ওই চার নেতাকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। জেলে নিয়ে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন ফিরহাদ হাকিম বাদে বাকি তিনজন নেতা।

মদন মিত্র, শোভন চ্যাটার্জি এবং সুব্রত মুখোপাধ্যায় কে প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলেও, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জিকে সেখানে ভর্তি রাখা হয়।

আজ কলকাতা হাইকোর্টে জামিন মঞ্জুরের মামলায় দ্বিতীয় দিনের শুনানি ছিল। এই চারজন নেতার জামিন মঞ্জুর কে ঘিরে দেখা দেয় নতুন সমস্যা। দুই বিচারপতির মধ্যে জামিন মঞ্জুর করা নিয়ে দেখা দেয় মতভেদ এর। বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় এই চার নেতার জামিন মঞ্জুর করুন বিচারপতি রাজেশ বিন্দল তার সিদ্ধান্তের বিরোধীতা করেন। ফলে জামিন মঞ্জুর না হলেও এই চারজন নেতা কে গৃহবন্দি থাকার নির্দেশ দেয় রাজ্যের শীর্ষ আদালত।