পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ– সবার সুবিধার্থে কালীপূজা এবং দীপাবলিতে বিশেষ পদক্ষেপ নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেল কর্তৃপক্ষ বিশেষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী ২৪শে অক্টোবর অর্থাৎ কালীপুজোর দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে (East West Metro Route) ৭২টি মেট্রো চলবে। মেট্রো কর্তৃপক্ষ একই সঙ্গে ঘোষণা করে ২৫ শে অক্টোবর অর্থাৎ দীপাবলির দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে ৯০ টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এছাড়া মেট্রোরেল কর্তৃপক্ষ এই ঘোষণাটি করার পর কোন কোন সময় মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা সেটাও পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে তারা।
এক নজরে দেখে নিন কালী পূজার দিন মেট্রোর টাইম টেবিলঃ-
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, কালীপূজাতে আপ এবং ডাউন লাইনে চলবে ৩৬ টি করে মেট্রো। এই মেট্রো পরিষেবাটি পাওয়া যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে। ২৪ তারিখ সকাল ৭ টা ৫৫ মিনিটে প্রথম মেট্রো পরিষেবা মিলবে এবং শেষ মেট্রোটি ছাড়বে রাত ৮ টার সময়। প্রতি কুড়ি মিনিট অন্তার চলবে মেট্রো।
প্রথম মেট্রো রেলের সময়ঃ- আগামী ২৪ শে অক্টোবর অর্থাৎ কালীপুজোর দিন শিয়ালদাহ থেকে সেক্টর ৫ গামী প্রথম মেট্রো রেলটি ছাড়বে সকাল ৭ টা ৫৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে শিয়ালদাহ গামী প্রথম মেট্রো রেল টি ছাড়বে সকাল ৮ টার সময়।
শেষ মেট্রো রেলের সময়ঃ- শিয়ালদাহ থেকে সেক্টর ফাইভ গামী শেষ মেট্রোটি ছাড়বে সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে শিয়ালদাহ গ্রামী শেষ মেট্রো রেলটি ছাড়বে সন্ধ্যা ৭ বেজে ৪০ মিনিটে।
এক নজরে দেখে নিন দীপাবলির দিন মেট্রোর টাইম টেবিলঃ-
কালীপূজার দিন ৭২ টি মেট্রো রেলের পরিষেবা মিললেও দীপাবলির দিন উপলক্ষে ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে দেখা মিলবে ৯০ টি মেট্রো রেলের। আপ এবং ডাউন লাইনে চলবে ৪৫ টি করে মেট্রো। প্রতি ২০ মিনিত অন্তর দেখা মিলবে মেট্রো রেলের।
প্রথম মেট্রো রেলের সময়ঃ-
আগামী ২৫শে অক্টোবর অর্থাৎ দীপাবলির দিন শিয়ালদা থেকে সেক্টর ৫ গামী প্রথম মেট্রো রেলটি ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে শিয়ালদা গামী প্রথম মেট্রো রেলটি ছাড়বে সকাল ৭টায়।
শেষ মেট্রো রেলের সময়ঃ-
শিয়ালদা থেকে সেক্টর ফাইভ গামী শেষ মেট্রো রেলটি ছাড়বে রাত ৯টা বেজে ৩৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে শিয়ালদাহ গ্রামী শেষ মেট্রো রেলটি ছাড়বে ৯টা বেজে ৪০ মিনিটে।