কলকাতা বিশ্ববিদ্যালয়, মমতা বন্দ্যোপাধ্যায়,
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- যাদবপুর, জেএনইউ কে পেছনে ফেলে এবারে সেরার সম্মান এবং শিরোপা পেলো কলকাতা বিশ্ববিদ্যালয়। এ যেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে আর একটি পালক। বিশ্ব বিখ্যাত ” সাংহাই র‍্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস ২০২০” তে ঘোষণা করা হয় এটি।

দেশের যে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি খুবই গর্বিত এবং উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে নিজের উচ্ছ্বাস এবং প্রশংসা ব্যক্ত করেন।

যদিও গত বছর এই র‍্যাঙ্কিং বা স্থান ছিল একটু অন্যরকম। গত বছর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রকাশিত এনআইআরএফ র‍্যাঙ্কিং এ দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এর স্থান ছিল সপ্তমে। তবে শীর্ষে ছিল দিল্লীর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। এছাড়াও স্বতন্ত্র এবং আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্বারা প্রকাশিত তালিকা অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরেই আছে অর্থাৎ দ্বিতীয় স্থানে আছে দিল্লী বিশ্ববিদ্যালয়। আর তৃতীয় স্থানে আছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়।

যদিও এই ক্ষেত্রে যেটা চোখে পড়ার মত সেটা হল গত বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে দুধাপ এগিয়ে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু এই বছর এক থেকে দশের বাইরে বেরিয়ে গেছে। “সাংহাই র‍্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস ২০২০” তে এই বছর সর্বভারতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথম স্থানে আছে IISc ব্যাঙ্গালোর, এবং দ্বিতীয় স্থানে আছে  IIT মাদ্রাজ। অবশ্যই তৃতীয় স্থানে আছে কোলকাতা বিশ্ববিদ্যালয় এবং চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে দিল্লী বিশ্ববিদ্যালয় এবং IIT দিল্লী।