পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। আর এই বিধানসভা ভোটকে ঘিরে রাজ্যে তৃণমূল, বিজেপি তরজা যেন একটা নতুন রূপ নিয়েছে। শাসক দল এবং প্রধান বিরোধী পক্ষ একের পর এক প্রতিশ্রুতি দিয়ে চলেছে সাধারণ মানুষকে। আজ অমিত শাহ কোলকাতার মিনটো পার্কে জনসভায় বক্তৃতা দিতে গিয়ে কোলকাতাকে “সিটি অফ ফিউচার” করার কথা ঘোষণা করেন।
তিনি এর সাথে সিঙ্গাপুরের উদাহরণ টেনে আনেন। তিনি বলেন যে, কোলকাতা হল সিঙ্গাপুরের রোল মডেল। সেক্ষেত্রে বর্তমানে কোলকাতা “সিটি অফ জয় নামে পরিচিতির সাথে সাথে “সিটি অফ ফিউচার” নামেও পরিচয় পাবে। এছাড়াও আমিত শাহ বলেন যে, কোলকাতাকে ইউনেস্কোর হেরিটেজ সিটি করা হবে।
কোলকাতা রুপায়নের জন্য তিনি বলেন যে, ৭০০ কিলোমিটার রাস্তা করা হবে যা উত্তরবঙ্গের সাথে কোলকাতার সংযোগ স্থাপন করবে। এছাড়াও শহরের সমস্ত গলিতে থাকবে সিসিটিভি ক্যামেরা। ফলে কমবে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। তিনি বাংলার সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, যে বিজেপি ক্ষমতায় এলে নোবেল এর মোত চালু হবে রবীন্দ্রনাথ পুরষ্কার এবং অস্কারের মত চালু হবে সত্যজিৎ রায় পুরষ্কার।
এছাড়াও তিনি বলেন যে, সোনার বাংলা গড়তে আর্থিক পুনরুত্থান টাস্ক গঠন হবে যার ফলে বাংলার অর্থনীতি আরও মজবুত হবে। এর সাথে সাথে গঙ্গা পুনুত্থানের জন্য নতুন প্রকল্প করার কোথাও তিনি ঘোষণা করেন। প্রসঙ্গত এক গুচ্ছ দুর্দান্ত সব প্রকল্পের কথা ঘোষণা করেন আমিত শাহ। যদিও এই প্রসঙ্গে তৃণমূলের তরফে কোনও রকম কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।