krishak special train, কৃষক স্পেশাল ট্রেন
মেয়েদের জন্য মাতৃভূমি লোকাল এর মত এবার চালু হল চাষিদের জন্য "কৃষক স্পেশাল ট্রেন" | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বাংলার চাষীদের জন্য সুখবর। কৃষক স্পেশাল লোকাল ট্রেন চালু করল ভারতীয় রেল। যা ইতিমধ্যেই মন কেড়েছে চাষীদের। আরো বেশি কৃষক স্পেশাল ট্রেন বাড়াতে হবে বলে দাবি শুরু হয়েছে এখনই।

গত মঙ্গলবার কৃষক স্পেশাল ট্রেন চালু হয়েছে শান্তিপুর-শিয়ালদহ, গেদে-শিয়ালদহ ও রানাঘাট-গেদে শাখায়। শিয়ালদহ শাখায় মাত্র তিনদিন হয়েছে এই ট্রেন চালু। আর চালু হওয়ার এত কম সময়ের মধ্যেই শিয়ালদহ এর অন্যান্য শাখা থেকে কৃষক স্পেশাল ট্রেন চালানোর দাবি উঠেছে। সাধারণ লোকাল ট্রেনের মাত্র দুটি ভেন্ডর কামরা থাকে, কিন্তু এই ট্রেনে সম্পূর্ণটাই মাল বহনের জন্য ব্যবহার করা জেতে পারে।

গেদে-শিয়ালদহ ট্রেনটি গেদে ষ্টেশন থেকে সকাল ৮ঃ১৫ এর সময় ছাড়বে এবং শিয়ালদহ পৌঁছাবে সকাল ১১ঃ১০ এ। শান্তিপুর-শিয়ালদহ কৃষক স্পেশাল ট্রেনটি শান্তিপুর স্টেশন থেকে দুপুর ৩ঃ১০ এর সময় ছাড়বে এবং শিয়ালদহ পৌঁছাবে বিকেল ৫ঃ৩৪ মিনিটে।

krishak special train
মেয়েদের জন্য মাতৃভূমি লোকাল এর মত এবার চালু হল চাষিদের জন্য “কৃষক স্পেশাল ট্রেন”

শান্তিপুর-শিয়ালদহ কৃষক স্পেশাল ট্রেনের ফিরতি পথে সকাল ১১ঃ৩০ এ শিয়ালদহ স্টেশন ছাড়বে এবং শান্তিপুর পৌঁছাবে দুপুর ১ঃ৫২ মিনিটে। এছাড়া রানাঘাট-গেদে কৃষক স্পেশাল ট্রেনটি রানাঘাট স্টেশন থেকে সকাল সাতটার সময় ছাড়বে এবং গেদে স্টেশনে পৌঁছবে সকাল ৭ টা ৫৮ মিনিটে। গেদে-শিয়ালদহ কৃষক স্পেশাল ট্রেনটি রবিবার দিন চলবে বন্ধ থাকবে।

এই ট্রেনের মাধ্যমে জেলার চাষি এবং ব্যবসায়ীদের পণ্য বহনের সুবিধার্থে এই পরিষেবা শুরু করেছে ভারতীয় রেল। এই পরিষেবা শুরু হওয়ার তিন দিনের মধ্যেই শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনের বিভিন্ন প্রান্ত থেকে এই ট্রেন চালানোর দাবি উঠেছে।

শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনের সমস্ত শাখায় যদি এই ট্রেনের ব্যবস্থা থাকে তাহলে চাষি এবং ব্যবসায়ীরা দ্রুততার সাথে কলকাতায় তাদের দ্রব্যাদি দাবি নিয়ে আসতে পারবে।