করোনা ভাইরাস, বিধানসভা ভোট, নির্বাচন কমিশন
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটের বাকি অর্থাৎ শেষ দুদফা ভোট পর্ব কোলকাতায় সম্পন্ন হবে। কোলকাতার ১১ টি বিধানসভায় ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে। সেক্ষেত্রে চরম ব্যাস্ততায় লাল বাজার। একেতেই করোনা আবহ, তার মধ্যে ভোট গ্রহণ। এই দুই দিক সঠিকভাবে সামলাতে একেবারে চরম প্রস্তুতি নিচ্ছে লাল বাজার পুলিশ।

রাজ্যের বিধানসভা ভোটের শেষ দফার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। সপ্তম এবং অষ্টম দফার ভোট হবে ২৬ এবং ২৯ শে এপ্রিল। শেষ দুই দফা ভোটে ১১ টি আসনে ভোট গ্রহণ পর্ব হবে। এরই মধ্যে ২৬ শে এপ্রিল সপ্তম দফায় কোলকাতার ৪ টি বুথ এবং ২৯ শে এপ্রিল অষ্টম দফায় কোলকাতার ৭ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হবে।

বিধানসভা ভোটে প্রথম থেকেই শুরু হয়েছিল অশান্তি পর্ব। সেক্ষেত্রে শেষ দফা ভোট পর্ব যাতে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় সেদিকে বিশেষ নজর দিচ্ছে পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন। অন্যদিকে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। এমত অবস্থায় ডবল ঝুঁকি এড়াতে চরম প্রস্তুতি নিচ্ছে লাল বাজার।

এর আগে বার বার নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ। এমত অবস্থায় যাতে পুলিশের ভাব মূর্তি নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে সেদিকেই নজর দিচ্ছে পুলিশ প্রশাসন। যাতে নিশ্ছিদ্র নিরাপত্তায় বেঁধে ফেলা যায় পুরো শহরকে সেই দিকেই বিশেষ জোর দিচ্ছে প্রশাসন।

অন্যদিকে বর্তমান কোলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র যিনি ২০১৬ এর বিধানসভা নির্বাচনে ছিলেন কোলকাতা পুলিশের কমিশনার তিনি এই বারই অবসর গ্রহণ করবেন। এমত অবস্থায় তাঁর শেষ বিধানসভা নির্বাচনে যাতে কেউ কোনও রকম প্রশ্ন তুলে না পারে সেদিকে নজর রেখে চলেছেন তিনি।

এবারে একেবারে অভিনব এবং কড়া ভাবে প্রস্তুতি নিচ্ছে পুলিশ প্রশাসন। রয়েছে একেবারে ছোটো ছোটো বিষয়ের ওপর নজরদাড়ি। কোলকাতায় স্পর্শ কাতর এলাকাগুলির মধ্যে বাড়ানো হচ্ছে নিরাপত্তা এবং নজর দেওয়া হচ্ছে করোনা পরিস্থিতির ওপরও।