পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- শিয়ালদহ-বনগাঁ শাখার অশোকনগর ও বনগাঁ রেলস্টেশন এর মাঝে রেললাইনে ধ্বসের কারণে সকাল থেকে ব্যাহত ট্রেন চলাচল। আজ সকাল থেকেই ট্রেন চলাচল ব্যাহত হওয়ার কারণে ভোগান্তিতে অফিস যাত্রীরা।

বর্তমানে রাজ্যে লোকাল ট্রেন চালু না হলেও, চলছে স্টাফ স্পেশাল ট্রেন। লোকাল ট্রেন বন্ধ থাকার কারণে যাতে অফিস যাত্রীদের যাতায়াতের সুবিধা হয়, সেই কারণেই রাজ্য সরকারের পক্ষ থেকে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছিল এই স্টাফ স্পেশাল ট্রেনগুলিকে।
কিন্তু আজ সকাল থেকেই শিয়ালদহ-বনগাঁ শাখার অশোকনগর ও গুমা স্টেশনের মাঝে বিদ্যাধরী খালের পাশে রেললাইনে ধ্বস নামতে দেখা যাওয়ায় আপ লাইনে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। সকাল থেকেই লাইন মেরামতের কাজ শুরু করে দিয়েছেন রেলওয়ে কর্মীরা। খুব তাড়াতাড়ি কাজ শেষ হবে এবং স্বাভাবিক হবে ট্রেন চলাচল বলেই জানিয়েছেন রেলের আধিকারিকরা।
বর্তমানে খুবই মন্থর গতিতে শুধুমাত্র ডাউন লাইনের মাধ্যমে হচ্ছে এই শাখায় ট্রেন চলাচল। তবে হাবড়া জিআরপি এর তরফ থেকে জানানো হয়েছে যে, যত দ্রুত সম্ভব আপ লাইনে তারা ট্রেন চালানোর ব্যবস্থা করছে।