indonesia landslide, ইন্দোনেশিয়া
ছবি - সংগৃহীত

ওয়েব ডেস্ক:- গত কয়েকদিন ধরেই আবহাওয়ার অবনতি হয়েছে ইন্দোনেশিয়ায়। মৌসুমী বৃষ্টিতে সেখানকার অবস্থা ভয়াবহ। ভারী বৃষ্টিপাতের ফলে ইন্দোনেশিয়ায় বেশ কিছু স্থানে ভূমিধস নেমেছে। ভূমিধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন এবং ১৮ জন আহত হয়েছেন।

এদিকে শনিবার ৬২ জন যাত্রীসহ একটি অভ্যন্তরীণ বিমান ইন্দোনেশিয়ার মাটি ছেড়ে আকাশ পথে পাড়ি দেয়। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৬২ জন যাত্রীসহ বিমানটি জাভা সাগরে বিধ্বস্ত হয়। বিমান দুর্ঘটনায় শোকাহত ইন্দোনেশিয়া।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র রাদিত্য জাতি জানিয়েছেন, ‘বেশ কিছুদিন ধরে প্রবল বর্ষণে ইন্দোনেশিয়ার পশ্চিমা জাভা প্রদেশের সুমাডাং জেলার সিহানজং গ্রামে ভূমিধস হয়। ভূমিধসের ফলে বেশ কয়েক জন মারা গেছেন। যারা আটকে পড়েছেন তাদেরকে উদ্ধার কাজের জন্য দমকল বাহিনী সেখানে উপস্থিত আছে এবং উদ্ধারকার্য চালাচ্ছে’।

ভূমিধসের কারণে ওই অঞ্চলের স্থানীয় একটি সেতু ভেঙে পড়েছে এবং সড়ক পথ বন্ধ হয়ে পড়েছে। এর ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দারা ভয়াবহ দুর্যোগের কবলে। সূত্রে খবর ইতিমধ্যেই  উদ্ধারকাজের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারী যন্ত্রপাতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হাজারো দ্বীপ নিয়ে তৈরি ইন্দোনেশিয়া দেশটি। দেশটি প্রায় ১৭ হাজার দ্বীপ দিয়ে গঠিত। ইন্দোনেশিয়ার সরকার রবিবার সকালে জানিয়েছে, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির ফলে সম্প্রতি বেশ কয়েকটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে, ঘটনাস্থলে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ জন আহত অবস্থায় রয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। যারা আটকে পড়েছে তাদেরকে ভারি যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকারীরা উদ্ধারকাজ চালাছে। এদিকে শনিবার যে বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। সে বিষয়েও কড়া নজর রাখা হয়েছে। অভিযান চলছে নিখোঁজদের অনুসন্ধানে।